শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২০, ০২:১২ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০২০, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গণপরিবহণে সরকারি নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে : বিআরটিএ

সুজিৎ নন্দী : [২] আগের নিয়মে চলবে গণপরিবহণ। এরকম ঘোষণায় খুশি নন খোদ পরিবহণ চালক ও শ্রমিকরা। তারা বলছেন এতে বাড়বে করোনার ঝুঁকি। একই মত যাত্রীদেরও। তবে বাস মালিক পক্ষ বলছে, তারা স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে জোর দেবেন। বিআরটিএ বলছে, সরকারের নির্দেশনা মতই সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন তারা।

[৩] সূত্র মতে, করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে সাধারণ ছুটির পাশাপাশি বেশ কিছুদিন বন্ধ ছিল গণপরিবহণ। এরপর সীমিত পরিসরে স্বাস্থ্য বিধি মেনে এক আসন বাদ দিয়ে যাত্রী পরিবহণের সুযোগ পায় লোকাল, সিটিং সার্ভিস ও দূরপাল্লার বাসগুলো। বাড়ানো হয় ভাড়াও।

[৪] সেই সিদ্ধান্ত বদলে আগের ভাড়া ও নিয়মে গণপরিবহণ পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আসছে মঙ্গলবার থেকে তা কার্যকর হবে। কিন্তু রাজধানীতে চলাচল করা বাসের চালক ও শ্রমিকরাই চান না নতুন এই সিদ্ধান্ত। বলছেন এতে করে করোনার ঝুঁকির মধ্যে পড়বে সবাই। তারা জানান, সবার জন্য এটাই ঠিক আছে। করোনা ঝুঁকি আরও বাড়বে। এতে সাধারণ মানুষের ক্ষতি। গাড়ি চালক এবং স্টাফ যারা আছেন তারা ঝুঁকির মধ্যে পড়ে যাবে।

[৫] যাত্রীরাও বলছেন, সরকারের নতুন এই সিদ্ধান্তে ঝুকি বাড়বে করোনার। যাত্রীরা জানান, বর্তামান যে পরিস্থিতি আছে, সেখানে এই সিদ্ধান্ত নেয়া ঠিক হয়নি। এখন যেভাবে চলছে সবাই, এক সিটে একজন এটাই ঠিক ছিলো। একসিট করে ভাড়া বেশি নিলেও ঠিক আছে।

[৬] একই মত দূরপাল্লার পরিবহণ চালক ও হেলপারদের। তারা জানান, এখন যেমন আছে তাই ঠিক আছে। আগের পরিস্থিতিতে গেলে দেশের ক্ষতি হবে। আরও কিছুদিন পর হলে ভালো হয়। করোনা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। এখন আমাদের জন্য এবং যাত্রীদের জন্য ঝুঁকি।

[৭] বাস মালিকরা বলছে তারা স্বাস্থ্য বিধির দিকে নজর রাখবেন। বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, পূর্বের ভাড়াতে যখন গাড়ি চালানো হবে, তখন স্বাস্থ্যবিধি একইভাবে মেনে চলা হবে। স্বাস্থ্যবিধি অনেকেই মানছেন না, তাই আমরা চাই না কারো ওপর অতিরিক্ত ভাড়া দিতে হোক। বিআরটিএ বলছে, সরকারের নির্দেশনা মতই তা বাস্তবায়নের জন্য কাজ করবেন তারা। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়