শিরোনাম
◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা ◈ জামিন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন, ৮ জেলায় ই-বেইলবন্ড চালু ◈ বাংলা চলচিত্রের অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই ◈ আজ বিকাল ৫টা থেকে অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা ◈ এবা‌রো কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা ◈ পাঁচ দিনে ঢুকেছে অন্তত ৫০০ গরু, বাংলাদেশে আসার অপেক্ষায় মিয়ানমার সীমান্তে হাজার হাজার বার্মিজ গরু ◈ স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে প্রয়োজনে লটারি, যেভাবে প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২০, ০৯:২৪ সকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০২০, ০৯:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধুমতি নদীতে ট্রলার থে‌কে প‌ড়ে পুলিশ সদস্য ও শিশুপুত্র নিখোঁজ

ডেস্ক রিপোর্ট : গোপালগ‌ঞ্জের কাশিয়ানীতে মধুমতি নদীতে ট্রলার থে‌কে প‌ড়ে পুলিশ সদস্য ও তার ৬ মাসের শিশু পুত্র নিখোঁজ হ‌য়ে‌ছে।

শুক্রবার সন্ধ্যায় কালনায় মধুমতি নদীর উপর নির্মাণাধীন ব্রিজের খুঁটির সাথে ধাক্কা লেগে তারা নদীতে পড়ে যায়।

নি‌খোঁজরা হ‌লো- পুলিশ হেডকোয়ার্টারের কনস্টেবল আবু মুসা রেজওয়ান (২৮) ও তার শিশুপুত্র আনাস। তা‌দের বা‌ড়ি নড়াইল জেলার লোহাগাড়া উপ‌জেলার চাচই গ্রা‌মে।

কা‌শিয়ানী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা র‌থিন্দ্রনাথ বিশ্বাস জা‌নান, স্ত্রী, ছেলে‌ ও কয়েকজন আত্মীয় নিয়ে ট্রলার ভাড়া করে মধুম‌তি নদী‌তে ঘুরতে বেবিয়েছিল তারা। নদী‌তে প্রবল স্রোত থাকার কার‌ণে ট্রলার‌টি নির্মাণাধীন ব্রিজের পিলা‌রের স‌ঙ্গে থাক্কা খায়। এ‌তে মা‌ঝি বা‌দে ট্রলা‌রের সবাই নদী‌তে পড়ে যায়। প‌রে ট্রলা‌রের মা‌ঝি পড়ে যাওয়া কয়েকজনকে উদ্ধার কর‌তে সক্ষম হ‌লেও পিতা ও পুত্র নি‌খোঁজ হয়। তা‌দের উদ্ধা‌রের জন্য গোপালগঞ্জ ফায়ার সা‌র্ভিসের এক‌টি দল কাজ কর‌ছে। এছাড়া খুলনায় ফায়ার সা‌র্ভি‌সের এক‌টি ডুব‌রি দল‌কে খবর দেয়া হ‌য়ে‌ছে।

কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম, কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান এবং লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান ঘটনাস্থলে থেকে নিখোঁজ পিতা-পুত্রের উদ্ধার প্রক্রিয়ায় অংশ নিয়েছেন।

বিডি প্রতিদিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়