শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২০, ১০:২২ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০২০, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯: অগ্রাধিকার ভিত্তিতে চীন ও ভারতের ভ্যাকসিন পাবে বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক: [২] এরই মধ্যে চীনের বেসরকারি প্রতিষ্ঠান সিনোভ্যাককে বাংলাদেশে করোনাভাইরাসের ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি দিয়েছে সরকার।

[৩] চীনের আগ্রহ ও কূটনৈতিক বোঝাপড়ার মধ্য দিয়েই ভারতের পরিবর্তে প্রথমেই চীনকে অগ্রাধিকার দেয়া হয়েছে বলে মনে করছেন ক‚টনীতিক ও সম্পর্ক বিশ্লেষকরা।

[৪] সময় টিভির কূটনৈতিক প্রতিবেদক এহসান জুয়েলের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করে বলা হয়, ভারতের জোর আগ্রহ সত্তে¡ও শেষ পর্যন্ত করোনা ভাইরাসের ভ্যাকসিন ট্রায়ালের জন্য চীনকেই বেছে নিল বাংলাদেশ।

[৫] চীনকে আগে দেয়া হয়েছে, তার মানে এ নয় ভারতকে দেয়া হবে না। ভারত যখনই প্রস্তাব দেবে, তখনি তাদের ট্রায়ালের সুযোগ দেবে বাংলাদেশ।

[৬] স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আইসিডিডিআরবি’র সহযোগিতায় চীনা ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি দিয়েছে সরকার। এর বাইরেও ভ্যাকসিন নিয়ে যেসব দেশ কাজ করছে তাদের সঙ্গেও আলোচনা হয়েছে।

[৭] ভারত প্রসঙ্গে তিনি বলেন, যে ভ্যাকসিন আগে আসবে সেটাই আমরা আগে নেব।

[৮] ভারত অনুমতি চাইলে তাদেরও ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি দেয়া হবে।

[৯] ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধণ শ্রিংলার ঢাকা সফরে ক‚টনৈতিক নানা ইস্যু নিয়ে আলোচনা হলেও মূলত করোনা ভ্যাকসিন নিয়ে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

[১০] পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বলেন, টিকা যেখানে পাওয়া যায় তাদের সঙ্গে আমাদের সহযোগিতা চুক্তি করা উচিত। তাতে সস্তায় শিগগিরই ভ্যাকসিন পাওয়া যাবে।

[১১] কোভিড-১৯ প্রতিরোধে জাতীয় টেকনিক্যাল কমিটির মতে, বাংলাদেশে কী পরিমাণ ভ্যাকসিন প্রয়োজন এবং তা সংগ্রহে কত খরচ হবে কিংবা বিনামূল্যে পাওয়া যাবে কি না এ ব্যাপারে এখনই হিসাব করা প্রয়োজন। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়