লিহান লিমা: [২] মার্কিন নির্বাচন উপলক্ষ্যে রিপাবলিকান দলের সম্মেলনের শেষ দিনের আয়োজন করা হয় হোয়াইট হাউসের দক্ষিণ লনে। এ সময় দেড় হাজারের বেশি আমন্ত্রিত অতিথির জন্য ছিলো না মাস্ক বা সামাজিক দুরুত্বের বিধি-বিধান। এদিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কথা বলেন ফার্স্ট ডলার ইভানকা ট্রাম্প, সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককলিন, হাউসের সংখ্যালঘু দলের নেতা কেভিন ম্যাকারর্থি ও নিউইয়র্কের সাবেক মেয়র রুডি গিলানিসহ অন্যান্যরা। এপি/সিএনএন
[৩] নিজের ভাষণে ইভানকা ট্রাম্প হ্যারিকেন লরায় ক্ষতিগ্রস্ত ও করোনা ভাইরাসের কবলে পড়া মার্কিনীদের সমবেদনা জানান। ট্রাম্পকে ‘বাবা’, ‘দাদা’ ‘যোদ্ধা’ এবং ‘জনগণের প্রেসিডেন্ট’ হিসেবে পরিচয় করিয়ে ইভানকা বলেন, ‘বাবা তার চিন্তুা-ভাবনা সম্পর্কে জানেন। আপনি তার সঙ্গে এক হোন বা না হন তিনি তার অবস্থানে অটল থাকেন। ’এই সময় বাবার টুইট নিয়ে মজা করে ইভানকা বলেন, ‘তার যোগাযোগের মাধ্যম হয়তো সবার মতো নয়। আমি জানি তার টুইটগুলো অপরিশোধিত। কিন্তু তারা তার মতোই কথা বলে।’ বাবাকে উদ্দেশ্য করে ইভানকা বলেন, ‘বাবা, মানুষ তোমাকে আক্রমণ করে কারণ তুমি গতানুগতিক নয়। কিন্তু তোমার এই খাঁটি থাকাটাই আমি ভালোবাসি।’
[৪]এদিন সম্মেলনের বক্তৃারা হ্যারিকেন লরা ও করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান। পুলিশ ও বর্ণবাদীদের হাতে নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড, ব্রেওনা টেইলরসহ অন্যান্যদের কথা উল্লেখ করেন তারা। তবে এই সময় তারা আরো বলেন, সহিংসতা এবং দাঙ্গা বন্ধ করতে হলে পুলিশ বিভাগকে শক্তিশালী করতে হবে।
[৫]ট্রাম্পের অভ্যন্তরীণ নীতি বিষয়খ বিশেষ সহকারী ও হোয়াইট হাউসের একমাত্র কৃষ্ণাঙ্গ কর্মী ব্যক্তি জন স্মিথ বলেন, ‘জর্জ ফ্লয়েড, আহমেদ আব্রি ও লিজেন্ড তালিফেরোর হত্যা আমাদের গভীর দুঃখে ফেলেছে। ট্রাম্প স্পষ্ট করেছেন, সম্প্রদায়গুলোকে নিরাপত্তা দিতে হলে আমাদের পুলিশ বিভাগকে শক্তিশালী করতে হবে।’
[৬] ডেমোক্রেট হিসেবে কংগ্রেসে নির্বাচিত হয়ে রিপাবলিকান দলে আসা নিউজার্সির রিপাবলিকান ভান দ্রো বলেন, ‘অনেক ডেমোক্রেট এখন প্রেসিডেন্টকে সমর্থন করছে। তারা তাদের পুরনো দলকে ঘৃণা করে।’
[৭]সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককলিন বলেন, ‘ডেমোক্রেটরা পুলিশের তহবিল হ্রাস, সংবিধানের দ্বিতীয় স্বীকৃত বন্দুক রাখার অধিকার, অবৈধ অভিবাসীদের বিনামূল্যে স্বাস্থ্য সুবিধা দিতে চাইছে এবং সুপ্রিম কোর্টের সংস্কার করতে চাইছে। যা ভয়ানক।’
[৮]নিউইয়র্কের পুলিশ ইউনিয়নের প্রধান বলেন, ‘ট্রাম্প দাঙ্গা ও সহিংসতা বন্ধ করতে পুলিশকে সম্পূর্ণ সমর্থন দিচ্ছেন’।
[৯] নিউইয়র্কের সাবেক মেয়র রুডি গিলানি বলেন, ‘আজ নিউইয়র্কে ডেমোক্রেটরা যা করছে পুরো আমেরিকায় তাদের তা করতে দেয়া যাবে না। ট্রাম্পের কাছে রিপাবলিকান, কৃষ্ণাঙ্গসহ সকলের জীবনই গুরুত্বপূর্ণ।’
[১০] সেন্ট লুইসের বিক্ষোভে সহিংসতায় প্রাণ হারানো পুলিশের স্ত্রী বলেন, ‘সহিংসতা এবং ভাঙচুর কখনোই বৈধ বিক্ষোভ হতে পারে না।
[১১]২০১২ সালে আইএসএর হাতে অপহৃত হয়ে হত্যাকাণ্ডের শিকার হওয়া কন্যার বাবা-মা বলেন, ট্রাম্প তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন। আমার কন্যা কায়লার মতো’দের জন্য কাজ করেছেন। প্রসঙ্গত, আইএস নেতা আবু বকর আল বাগদাদিকে হত্যার অভিযানের নাম রাখা হয় ‘অভিযান কায়লা।’ তারা বলেন, ‘ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে কায়লাকে ফিরিয়ে আনতেন।’
[১২]আরাকানসাসের সিনেটর টিম কটন বলেন, ‘জো বাইডেন নির্বাচিত হলে অতীতের সেই দুর্বল ও ভয়ঙ্কর দিনগুলো ফিরিয়ে আনবেন। আমাদের এমন প্রেসিডেন্ট প্রয়োজন যিনি আমেরিকার পক্ষে দাঁড়াবেন, হাঁটু গাড়বেন না। যিনি আমেরিকাকে শত্রু এবং যুদ্ধের থেকে সুরক্ষা করবেন।’