স্পোর্টস ডেস্ক: আধুনিক বিশ্বে ক্রিকেট-ফুটবলের পাশাপাশি বিনোদনের জন্য গলফের দিকেও মানুষের বেশ ঝোঁক। গলফ মূলত অনেকটাই শখের বশে ধনী শ্রেণীর মানুষেরা অবসর সময়ে বিনোদনের জন্য খেলে থাকেন।
মর্যাদা আর অভিজাত শ্রেণির খেলা হিসেবে পরিচিত এই গলফ খেলার জন্য বিশেষ যোগ্যতা লাগে। কিন্তু এবার মাত্র চার বছর বয়সেই গলফার হিসেবে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার এক শিশু।
রোক্কো নামের শিশুটি বাবার সঙ্গে বেশ কিছুদিন ধরেই গলফ খেলতে যায়। তবে এতদিন গলফ খেলার বদলে দর্শকের ভূমিকাতেই বেশি সময় পার হয়েছে তার। কিন্তু এদিন নিজেই নেমে পড়ে মাঠে। অবাক করার বিষয়, সফলভাবে একটি বলকে গর্তেও ফেলতে সমর্থ হয়েছে রোক্কো। ছেলের এমন কীর্তির ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন গর্বিত বাবা মারিও ফিগারেত্তি।
ছোট্ট রোক্কোর গলফ সাফল্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই তার প্রশংসা করেছে। ছেলের এমন সাফল্যে বেশ খুশি তার বাবা। - ডেইলি মেইল/ ঢাকাটাইমস