মহসীন কবির : [২] বিদ্যুৎ উৎপাদনে খরচ বেশি হয় বলে সরকার এখনও ভতুর্কি দিচ্ছে। তাই এক্ষেত্রে গ্রাহকরা যেন সচেতন হয়, বিদ্যুতের অপচয় যেন না করে- এমন আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিবিসি টিভি
[৩] বৃহস্পতিবার (২৭ আগস্ট) গণভবন থেকে বিদ্যুতায়ন কার্যক্রম উদ্বোধন করে এসব বলেন তিনি। ২টি বিদ্যুৎ কেন্দ্র, ১১টি উপকেন্দ্র, ৬টি সঞ্চালন লাইন এবং ৩১টি উপজেলার শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম উদ্বোধন করেন তিনি।
[৪] প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ কেন্দ্র, সঞ্চালন ও বিতরণ লাইন বাড়ছে, বাড়ছে গ্রাহক। ২০২১ সালে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অর্জনের মাধ্যমে দেশে শতভাগ বিদ্যুতায়ন করা হবে।
[৫] পর্যায়ক্রমে ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা তৈরি হবে বলেও জানান সরকার প্রধান। তিনি বলেন, উন্নয়ন হবে সর্বব্যাপী, শহর-গ্রাম বলে কোন ব্যবধান থাকবে না।