শিরোনাম
◈ তহবিল সংকটে জাতিসংঘের সিদ্ধান্ত: ১,৩১৩ বাংলাদেশি শান্তিরক্ষী ফিরছে দেশে ◈ ভার‌তের উত্তরবঙ্গের বিপর্যস্তদের পাশে দাঁড়াচ্ছেন ‌লিও‌নেল মেসি! ◈ রাশিয়াকে দুর্বল কর‌তে জাপান‌কে তেল কেনা বন্ধ কর‌তে ব‌লে‌ছে আ‌মে‌রিকা ◈ যৌন কে‌লেঙ্কা‌রির অ‌ভি‌যো‌গে চাকরি যেতে চলেছে ইংল্যান্ডের কোচ ক‌লিংউ‌ডের ◈ তা‌মিম ইকবাল মালয়েশিয়ার টি-টোয়েন্টি লিগে মেন্টরের দায়ি‌ত্বে থাক‌বেন ◈ মিরপু‌রের চেয়েও ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের গায়ানায় বাজে উইকেটে খেলেছি: রিশাদ হো‌সেন ◈ সাকিব আল হাসা‌নের সঙ্গে আবুধাবি টি-টেন লিগে দল পেলেন সাইফ ও নাহিদ ◈ রেকর্ড ছোঁয়ার পর স্বর্ণের দামে বড় পতন ◈ ১৮ বছর পর বাংলাদেশ-কুয়েত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক: বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন সম্ভাবনা ◈ এমপিওভুক্ত শিক্ষকদের টানা অনশন, অসুস্থ বহু শিক্ষক

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২০, ০৮:৪১ সকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০২০, ০৮:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সব গুজব তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আবারও প্রকাশ্যে তিনি!

ডেস্ক রিপোর্ট : অসুস্থ হয়ে কোমায় রয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, এছাড়া ছোট বোন কিম ইয়ো জং দেশের ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন বলে সম্প্রতি গুঞ্জন উঠেছিলো। তবে সেসব গুঞ্জন তুড়ি মেরে উড়িয়ে দিয়ে প্রকাশ্যে দেখা দিয়েছেন কিম। বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ – এর এক প্রতিবেদনে জানায়, সম্পূর্ণ সুস্থ অবস্থায় তিনি দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর বর্ধিত এক সভায় অংশ নিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, সভায় কিম মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধের উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া করোনাভাইরাসের পাশাপাশি আগামী কয়েকদিনের মধ্যে দেশটিতে আঘাত হানতে যাওয়া টাইফুন ‘বাভি’ নিয়েও আলোচনা করেছেন তিনি। সম্প্রতি সীমান্ত বন্ধ থাকায় ও বন্যার ক্ষয়ক্ষতির কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর কোরিয়া, এরপর করোনাভাইরাস মহামারি দেশটির অর্থনীতির উপর বাড়তি চাপ তৈরি করছে বলে কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে।

কেসিএনএ বলেছে, “মহামারি প্রতিরোধে মারাত্মক ভাইরাসটির প্রবেশ পথগুলো পরীক্ষা করার জন্য যে জরুরী ব্যবস্থা নেয়া হয়েছে তাতে কিছু ত্রুটি পাওয়া গেছে বলে বৈঠকের মূল্যায়নে উঠে এসেছে।” পলিটব্যুরোর বৈঠকে আসন্ন টাইফুন বাভির তাণ্ডব থেকে লোকজন ও ফসল রক্ষার জন্য নেয়া রাষ্ট্রীয় জরুরি পদক্ষেপগুলোও পর্যালোচনা করা হয়।

ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি জানিয়েছে, আগামী বছর নতুন একটি পঞ্চবার্ষিক পরিকল্পনার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি কংগ্রেসের আয়োজন করবে তারা। জাতীয় অর্থনীতি ও জনগণের জীবনমান উন্নয়নে গুরুতর বিলম্ব হচ্ছে, দলীয় এক বৈঠকে এমনটি আলোচিত হওয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।সময় নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়