শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২০, ০৮:৪১ সকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০২০, ০৮:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সব গুজব তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আবারও প্রকাশ্যে তিনি!

ডেস্ক রিপোর্ট : অসুস্থ হয়ে কোমায় রয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, এছাড়া ছোট বোন কিম ইয়ো জং দেশের ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন বলে সম্প্রতি গুঞ্জন উঠেছিলো। তবে সেসব গুঞ্জন তুড়ি মেরে উড়িয়ে দিয়ে প্রকাশ্যে দেখা দিয়েছেন কিম। বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ – এর এক প্রতিবেদনে জানায়, সম্পূর্ণ সুস্থ অবস্থায় তিনি দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর বর্ধিত এক সভায় অংশ নিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, সভায় কিম মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধের উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া করোনাভাইরাসের পাশাপাশি আগামী কয়েকদিনের মধ্যে দেশটিতে আঘাত হানতে যাওয়া টাইফুন ‘বাভি’ নিয়েও আলোচনা করেছেন তিনি। সম্প্রতি সীমান্ত বন্ধ থাকায় ও বন্যার ক্ষয়ক্ষতির কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর কোরিয়া, এরপর করোনাভাইরাস মহামারি দেশটির অর্থনীতির উপর বাড়তি চাপ তৈরি করছে বলে কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে।

কেসিএনএ বলেছে, “মহামারি প্রতিরোধে মারাত্মক ভাইরাসটির প্রবেশ পথগুলো পরীক্ষা করার জন্য যে জরুরী ব্যবস্থা নেয়া হয়েছে তাতে কিছু ত্রুটি পাওয়া গেছে বলে বৈঠকের মূল্যায়নে উঠে এসেছে।” পলিটব্যুরোর বৈঠকে আসন্ন টাইফুন বাভির তাণ্ডব থেকে লোকজন ও ফসল রক্ষার জন্য নেয়া রাষ্ট্রীয় জরুরি পদক্ষেপগুলোও পর্যালোচনা করা হয়।

ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি জানিয়েছে, আগামী বছর নতুন একটি পঞ্চবার্ষিক পরিকল্পনার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি কংগ্রেসের আয়োজন করবে তারা। জাতীয় অর্থনীতি ও জনগণের জীবনমান উন্নয়নে গুরুতর বিলম্ব হচ্ছে, দলীয় এক বৈঠকে এমনটি আলোচিত হওয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।সময় নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়