শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২০, ০১:২৭ রাত
আপডেট : ২৭ আগস্ট, ২০২০, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগে পাটুরিয়ায় বিআইডব্লিউটিসির চার কর্মী প্রত্যাহার

সিরাজুল ইসলাম: [২] টার্মিনাল সুপারভাইজার গোলাম মোস্তফা, জহিরুল ইসলাম, টার্মিনাল সহকারী আলআমিন ও নিরাপত্তাকর্মী আনিছকে মঙ্গলবার তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে।

[৩] বিআইডব্লিউটিসির মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাট শাখার সিনিয়ার টার্মিনাল সুপারভাইজার ইজ্জত আলীর নেতৃত্বাধীন গ্রুপের কর্মীরা সরকার নির্ধারিত ফেরি ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নিচ্ছেন- এমন অভিযোগ করা হয় সংস্থার উর্দ্ধতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কাছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম নুরুল আমিন রিমন ঘটনাস্থলে যান। এ সময় ট্রাক ও কাভার্ডভ্যান চালকরা অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ করেন। বিষয়টি তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানান।

[৪] ইউএনও রিমন বলেন, পরিবহন শ্রমিকরা তার কাছে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ করেন। তিনি অতিরিক্ত টাকাসহ কাউকে আটকও করেননি। সেখানে ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হয়নি। চারজনকে প্রত্যাহারের কথা তিনি শুনেছেন।

[৫] দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ৫ টন মালবাহী ট্রাকের ফেরি ভাড়া এক হাজার ৬০ টাকা এবং এর চেয়ে বড় ট্রাকের ভাড়া এক হাজার ৪৬০ টাকা। যানজট পুঁজি করে বিআইডব্লিউটিসির কয়েকজন কর্মী ৩০ থেকে ৩৫টি ট্রাক থেকে ৪০০ থেকে ৫০০ টাকা করে অতিরিক্ত নেন। এ নিয়ে ক্ষুব্ধ হন শ্রমিকরা।

[৬] চার কর্মী প্রত্যাহারের কথা নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের এজিএম তানভির রহমান। তবে ডিজিএম জিল্লুর রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফোন কল গ্রহণ না করায় সংস্থার জিএম শেখ নাসিমের বক্তব্য পাওয়া যায়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়