শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২০, ০১:৫৩ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০২০, ০১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুলিয়ায় সৌদি প্রবাসীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

এম এ হালিম : [২] সাভারের আশুলিয়ায় সেন্টু সরকার (৩৫) নামের এক সৌদি প্রবাসীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের কন্ডা মধুপুরের খন্দকারপাড়া এলাকার নিজ নির্মানাধীন বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত সৌদি প্রবাসী ধামরাইয়ের তেরধারা গ্রামের নারায়ন সরকারের ছেলে। তিনি গত ৮ মাস পূর্বে সৌদি আরব থেকে দেশে ফেরেন।

[৩] পুলিশ জানায়, গত ২০ আগস্ট ধামরাই থেকে তার নতুন একটি বাড়ির কাজ দেখাশোনার জন্য ওই এলাকায় আসেন। গত ২৩ আগস্ট তার মায়ের সাথে কথা হয়। এর পর থেকে তার সাথে যোগাযোগ করা সম্ভব না হলে তার ভাই মধুপুরের খন্দকারপাড়া এলাকার নতুন বাড়িতে আসে। ঘর বাহির থেকে তালাবদ্ধ অবস্থায় ভিতরে মাছি ও দুর্ঘন্ধ পায় তার ভাই। পরে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পা একটি কাল কাপড় দিয়ে ও জানালার সাথে গামছা দিয়ে হাত বাঁধা ছিল। নিহতের গলায় ও দেহের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুই দিন আগে কেউ তাকে হাত পা বেঁধে ধারালো ছুরি দিয়ে হত্যা করেছে। হত্যায় ব্যবহৃত একটি ভাঙ্গা ছুড়ি, বটি ও চাকু উদ্ধার করা হয়েছে।

[৪] আশুলিয়া থানার উপ-পরিদর্শক আল মামুন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে।সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়