অহিদ মুকুল: [২] সোমবার বিকেলে সেনবাগ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অর্জুনতলা গ্রামের পাঞ্চায়েত বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত রাকিব ওই গ্রামের মো. ফখরুলের ছেলে । সে চলতি বছরে একই উপজেলার একটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিল।
[৩] সেনবাগ থানার ওসি আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
[৪] স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালের দিকে রাকিব পরিবারের কাছে খরচের টাকা চেয়েছিল। টাকা না পেয়ে একপর্যায়ে দুপুরের দিকে সবার অজান্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। সম্পাদনা: জেরিন আহমেদ