শিরোনাম
◈ হামজা চৌধুরীর অভিনন্দন বার্তা পে‌য়ে বিস্মিত মুশফিকুর র‌হিম ◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২০, ০৭:২১ সকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০২০, ০৭:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে কোভিড গাইডলাইন ভঙ্গে ২২৮ শিক্ষার্থীকে অন্তবর্তীকালীন স্থগিতাদেশ

রাশিদুল ইসলাম : [২] এসব শিক্ষার্থীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গে অভিযোগ এনে বলা হয়েছে ক্যাম্পাসে কোভিড গাইড লাইন তারা অনুসরণ করেনি। তাদের ক্যাম্পাস ছেড়ে চলে যেতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়টি মুখপাত্র বেন জনসন ফোর্বসকে জানান, এধরনের স্থগিতাদেশ দেয়ার পর তাদের বিরুদ্ধে আর কি ব্যবস্থা নেয়া যায় তা পর্যালোচনা করা হচ্ছে।

[৩] পারডিউ ইউনিভার্সিটি, সিরাকিউজ ইউনিভার্সিটি, ড্রেক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব কানেকটিকা ও ইউনিভার্সিটি অব টেনেসি, নক্সভিল ক্যাম্পাস বন্ধ রেখেছে যাতে কোভিড সংক্রমণ বৃদ্ধি এড়িয়ে পুনরায় বিশ্ববিদ্যালয় চালু করা যায়।

[৪] ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনা, নটরডেম, নর্থ ক্যারোলিনা শার্লট ও অন্যান্য স্কুলগুলো তাদের শিক্ষা কার্যক্রম অনলাইনের মাধ্যমে চালিয়ে যাচ্ছে। কলাম্বিয়া ইউনিভার্সিটি, প্রিন্সটন, জন্স হপকিন্স, ম্যাসাচুয়েটস, এ্যামহার্স্ট, হাওয়ার্ড, লয়লা, মেরিল্যান্ড ইউনিভার্সিটি ও স্মিথ কলেজ একই পদ্ধতি অনুসরণ করছে।

[৫] সিরাকিউজ ভার্সিটির ভিসি মাইকেল হাইনি শিক্ষার্থদের কাছে লেখা চিঠিতে বলেছেন অন্যের কথা ভেবে কোভিড গাইডলাইন অনুসরণ করা উচিত। এক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

[৬] শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে উচ্চমূল্যের টিউশনি ফি’র জন্যে প্রতিবাদ জানানোর পর কোনো কোনো বিশ্ববিদ্যালয় কিছু ছাড়ের আশ্বাস দিলেও অনেক বিশ্ববিদ্যালয় বলছে দূরবর্তী শিক্ষা ও অন্যান্য জনস্বাস্থ্যমূলক ব্যবস্থা নেয়ায় তাদের খরচ আরো বেড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়