শিরোনাম
◈ একপাক্ষিক নির্বাচনের শঙ্কা জামায়াত- এনসিপির, কী বলছে ইসি? ◈ স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল (ভিডিও) ◈ এলপিজি নিয়ে সংকট: বৃহস্পতিবার থেকে বিক্রি বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ী সমিতির ◈ জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয় ◈ বি‌পিএল, সিলেট টাইটান্স‌কে হারিয়ে আবার শী‌র্ষে চট্টগ্রাম রয়‌্যালস ◈ ট্রাম্প ভেনেজুয়েলার যা করেছেন, চাইলে বাংলাদেশেও করুন, কিন্তু খেলোয়াড় কেন: জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ◈ এবার লিটন দাসের চুক্তিও বাতিল করল ভারতীয় প্রতিষ্ঠান! ◈ বড় বাজারে অর্ডার কম, নতুন বাজারেও ধাক্কা: পোশাক রফতানিতে চ্যালেঞ্জ ◈ এবারের নির্বাচন লাইনচ্যুত রেলকে লাইনে ফেরানোর চেষ্টা: নির্বাচন কমিশনার সানাউল্লাহ ◈ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২০, ০৭:২১ সকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০২০, ০৭:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে কোভিড গাইডলাইন ভঙ্গে ২২৮ শিক্ষার্থীকে অন্তবর্তীকালীন স্থগিতাদেশ

রাশিদুল ইসলাম : [২] এসব শিক্ষার্থীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গে অভিযোগ এনে বলা হয়েছে ক্যাম্পাসে কোভিড গাইড লাইন তারা অনুসরণ করেনি। তাদের ক্যাম্পাস ছেড়ে চলে যেতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়টি মুখপাত্র বেন জনসন ফোর্বসকে জানান, এধরনের স্থগিতাদেশ দেয়ার পর তাদের বিরুদ্ধে আর কি ব্যবস্থা নেয়া যায় তা পর্যালোচনা করা হচ্ছে।

[৩] পারডিউ ইউনিভার্সিটি, সিরাকিউজ ইউনিভার্সিটি, ড্রেক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব কানেকটিকা ও ইউনিভার্সিটি অব টেনেসি, নক্সভিল ক্যাম্পাস বন্ধ রেখেছে যাতে কোভিড সংক্রমণ বৃদ্ধি এড়িয়ে পুনরায় বিশ্ববিদ্যালয় চালু করা যায়।

[৪] ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনা, নটরডেম, নর্থ ক্যারোলিনা শার্লট ও অন্যান্য স্কুলগুলো তাদের শিক্ষা কার্যক্রম অনলাইনের মাধ্যমে চালিয়ে যাচ্ছে। কলাম্বিয়া ইউনিভার্সিটি, প্রিন্সটন, জন্স হপকিন্স, ম্যাসাচুয়েটস, এ্যামহার্স্ট, হাওয়ার্ড, লয়লা, মেরিল্যান্ড ইউনিভার্সিটি ও স্মিথ কলেজ একই পদ্ধতি অনুসরণ করছে।

[৫] সিরাকিউজ ভার্সিটির ভিসি মাইকেল হাইনি শিক্ষার্থদের কাছে লেখা চিঠিতে বলেছেন অন্যের কথা ভেবে কোভিড গাইডলাইন অনুসরণ করা উচিত। এক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

[৬] শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে উচ্চমূল্যের টিউশনি ফি’র জন্যে প্রতিবাদ জানানোর পর কোনো কোনো বিশ্ববিদ্যালয় কিছু ছাড়ের আশ্বাস দিলেও অনেক বিশ্ববিদ্যালয় বলছে দূরবর্তী শিক্ষা ও অন্যান্য জনস্বাস্থ্যমূলক ব্যবস্থা নেয়ায় তাদের খরচ আরো বেড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়