[১] ১৫ আগস্ট ও ২১ আগস্টের হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা : ওবায়দুল কাদের
মহসীন কবির : [২] সোমবার (২৪ আগস্ট) সকালে আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানীতে তাঁর করবে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে একথা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একথা বলেন । এসময় ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, বিএনপি একবারও জিয়াউর রহমানের হত্যার বিচার দাবি করেনি। ৭৫ এর খুনিদের আশ্রয় ও প্রশ্রয় দিয়েছে জিয়াউর রহমান।
[৩] এর আগে, সকাল সাড়ে ৯টায় প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে আইভি রহমানের করবে ফুল দেয়া হয়। এরপর আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠন আইভি রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। পরে বিশেষ মোনাজাতে আয়োজন করা হয়।