শিরোনাম
◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের ◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০, ০২:৫৩ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২০, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তৃতীয় ধাপেও যুবাদের কেউ করোনা শনাক্ত হননি

রাহুল রাজ: [২] বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের তৃতীয় ও শেষ ধাপের করোনা পরীক্ষার প্রতিবেদনে কারো শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েনি। ১৭ ক্রিকেটার ও ৪ কোচিং স্টাফসহ মোট ২১ জনের সবারই করোনা নেগেটিভ এসেছে।

[৩] ২৩ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপিতে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ দলের আবাসিক ক্যাম্পকে সামনে রেখে প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ৪৫ ক্রিকেটারদের মধ্যে গত ১৬ আগস্ট প্রথম ধাপে ১৫ ক্রিকেটার ও ১২ সাপোর্টিং স্টাফের করোনা পরীক্ষা করিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

[৪] পরদিন পাওয়া প্রতিবেদনে জানা গিয়েছিল সবাই করোনা নেগেটিভ। কিন্তু ১৮ আগস্ট দ্বিতীয় ধাপের পরীক্ষায় ১৫ ক্রিকেটারের মধ্যে একজনের করোনা ধরা পড়ে। ইফতেখার হোসেন ইফতি নামের ওই ক্রিকেটারকে পরে আইসোলেশনে রেখে চিকিৎসার ব্যবস্থা করে বিসিবির মেডিকেল ইউনিট।

[৫] এরপর গতকাল (২০ আগস্ট) বিসিবিতে অনুষ্ঠিত হয় তৃতীয় ও শেষ ধাপের করোনা পরীক্ষা। যেখানে প্রথম ধাপের মত সবার রিপোর্ট নেগটিভ এসেছে। শুক্রবার (২১ আগস্ট) এ খবর নিশ্চিত করেছেন বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার এ এম কায়সার।

[৬] তিনি জানিয়েছেন, 'তৃতীয় ধাপে আমরা ১৭ জন প্লেয়ার ও চারজন কোচিং স্টাফসহ মোট ২১ জনের করোনা পরীক্ষা করিয়েছিলাম। সবার রিপোর্ট নেগেটিভ এসেছে।'

[৭] করোনা রিপোর্ট নেগেটিভ আসায় প্রথম ও দ্বিতীয় ধাপের ক্রিকেটারদের মত তৃতীয় ধাপের সবাই ক্যাম্পে যোগ দিতে আজই বিকেএসপিতে চলে যাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়