কুমিল্লা প্রতিনিধি : [২] কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ১ জন পুরুষ ও ৩ জন জন নারীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আইসোলেশন ওয়ার্ড ২ জন এবং আইসিইউতে ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
[৩] হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, মৃত ৪ ব্যক্তি জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় নতুন ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
[৪] এদিকে, করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৭৪৭ জন। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৮৫ হাজার ৯১ জনে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৪১ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৭৮১ জনে। গেল ২৪ ঘণ্টায় ২ হাজার ৯১৩ জন সুস্থ হয়েছেন। এনিয়ে মোট ১ লাখ ৬৫ হাজার ৭৩৮ জন সুস্থ হয়েছেন। সম্পাদনা : হ্যাপি