শিরোনাম
◈ বার্সার কাছে হারের পর জাবি আলোনসোকে বরখাস্ত করল রিয়াল মাদ্রিদ ◈ অস্ট্রেলিয়ায় শিশুদের সামাজিক মাধ্যম নিষিদ্ধ: ৫ লাখের বেশি অ্যাকাউন্ট ব্লক করল মেটা ◈ বাংলাদেশি শনাক্তে এআই টুল তৈরি করছে ভারত ◈ কয়েক ঘণ্টার মধ্যেই শেষ ঢাকা–করাচি ফ্লাইটের সব টিকিট ◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে যাওয়া নিয়ে বাক-বিতন্ডা, সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত ◈ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ১০:০০ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জানুয়ারীতে শ্রীলঙ্কা ও মার্চে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে

নিজস্ব প্রতিবেদক: [২] ক্রিকেটাররা মাঠে ফিরেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হচ্ছে টাইগারদের। করোনার কারণে স্থগিত হওয়া প্রায় সব সিরিজই খেলবেন টাইগাররা। ঘরের মাঠে টাইগারদের তিনটি সিরিজ এখন পর্যন্ত স্থগিত হয়েছে। যার মধ্যে তিনটি সিরিজই খেলার ব্যাপারে দৃঢ় বিশ্বাসী বিসিবি সভাপতি। ইতোমধ্যেই দুই সিরিজের সূচিও চূড়ান্ত বলে জানিয়েছেন তিনি।

[৩] এ ব্যাপারে নাজমুর হাসান পাপন বলেন, ‘এখন পর্যন্ত স্থগীত হওয়া ঘরোয়া সিরিজ গুলো বাদ যাবে না। নতুন করে সূচি করা হবে। শুধু অস্ট্রেলিয়া সিরিজের জন্য সময় বের করা যাচ্ছে না। আর সামনেরগুলো তো এখনো ঠিকই আছে। ফেব্রæয়ারিতে আমরা নিউজিল্যান্ড যাব। জানুয়ারির ৪ তারিখে শ্রীলঙ্কা আসবে বাংলাদেশে, মার্চে ওয়েস্ট ইন্ডিজ আসবে। সব পক্ষই খেলতে একমত হয়েছে।

[৪] সিরিজের সূচি চূড়ান্ত হলেও ঘরের মাঠে ক্রিকেট ফেরাটা যে কঠিন সেটা মানছেন বিসিবি বস। সেই সাথে যদি বায়োসিকিউরিটি বাস্তবায়ন করতে হয় তবে সরকারের সহায়তা ছাড়া অসম্ভব প্রায় বলে জানিয়েছেন তিনি। সেকারণে তার প্রত্যাশা যত দ্রæত দেশ থেকে করোনা চলে যাবে ততই মঙ্গল।

[৫] পাপান জানান, ‘বায়োসিকিউরিটি বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন। অস্বাভাবিক খরুচে ব্যাপার। ইংল্যান্ডের ওরা বলেছে, একেকটা সিরিজে নাকি ৭-৮ মিলিয়ন পাউন্ড খরচ হচ্ছে।

[৬] প্রায় ১০০ কোটি টাকা! সরকারের সাহায্য ছাড়া বিসিবির পক্ষে এত টাকা খরচ করা সম্ভব নয়। এখন একটাই আশা, যত তাড়াতাড়ি সম্ভব করোনাভাইরাস এখান থেকে চলে যাক। ’

[৭] সূচি অনুযায়ী জানুয়ারিতে ৩ ওয়ানডে খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। মার্চে ৩ টেস্ট, ৩ ওয়ানডে ও ২ টি-২০ খেলতে আসবে ক্যারিবিয়ানরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়