শিরোনাম
◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প মোকাবিলায় জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয় ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি, প্রতীক ‘শাপলা কলি’ ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ০৯:৩৪ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ০৯:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় ক্রিকেটার মোশারফের বাবার মৃত্যু

রাহুল রাজ : [২] করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলাদেশের ক্রিকেটার মোশারফ হোসেন রুবেলের বাবা মহিউদ্দীন খন্দকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

[৩] ঢাকার সিএমএইচে গত ৩ আগস্ট থেকে চিকিৎসাধীন ছিলেন মোশারফের বাবা, আইসিইউতেও রাখতে হয়েছিল তাকে। বাবার দেখাশোনা করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন মোশাররফও। তিনি সুস্থ হয়ে উঠলেও প্রাণ হারালেন তার বাবা।

[৪] ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার জাতীয় দলের হয়ে তেমন আলো ছড়াতে না পারলেও ঘরোয়া লিগে নিয়মিত মুখ। অনেক উত্থান-পতনের গল্প নিয়ে গড়ে উঠেছে এই মোশাররফের ক্যারিয়ার।

[৫] ২০০৮ সালে জাতীয় দলে অভিষেক। ওই বছরই জাতীয় দল থেকে বাদ পড়েন। পরবর্তী সময়ে আবার জাতীয় দলের জার্সি গায়ে দেওয়ার সুযোগ পান ৮ বছর পর।

[৬] মোশাররফের ক্যারিয়ারে সবচেয়ে বড় ধাক্কা আসে ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার খবরে। গত বছরের শুরুতে ব্রেন টিউমার ধরা পড়ে তার। এরপর নানা প্রতিবন্ধকতার মাঝেও অস্ত্রোপচার করেছেন এই ক্রিকেটার। হাল ছাড়েননি কখনও। প্রবল মানসিক শক্তির জোরে প্রতিকূল অবস্থা কাটিয়ে উঠেছেন তিনি। এবার করোনার বিরুদ্ধেও লড়াই করতে হয়েছে তাকে।

[৭] প্রসঙ্গত বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে নিয়মিত খেলছেন মোশাররফ। দুইবার ওয়ালটনকে বিসিএলের শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়