ডেস্ক রিপোর্ট : করোনায় আক্রান্ত হয়েছেন বরেণ্য চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হন তিনি।করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি চিত্রনাট্যকার ও পরিচালক ছটকু আহমেদ নিজেই নিশ্চিত করেছেন। বাংলানিউজ২৪, জাগোনিউজ
তিনি বলেন, 'হঠাৎ করেই গত ১২ আগস্ট আমার জ্বর আসে। তিনদিনেও জ্বর না কমাতে ১৫ আগস্ট করোনা টেস্ট করাই। ১৬ তারিখ রিপোর্ট আসে পজিটিভ।
জ্বর বেশি হওয়ায় আজ হাসপাতালে ভর্তি হয়েছি। জ্বর ছাড়া আপাতত তার অন্য কোনো উপসর্গ নেই।' দেশবাসীর কাছে নিজের জন্য দোয়া চেয়েছেন 'সত্যের মৃত্যু নেই'খ্যাত ৭৫ বছর বয়সী এই নির্মাতা।