শিরোনাম
◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ১২:৪৬ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সম্রাটের স্ত্রী ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ

মামুন খান: [২] ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের স্ত্রী শারমিন চৌধুরী ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের অবৈধ সম্পদ অর্জনের মামলায় স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

[৩] মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে সম্রাটের স্ত্রী এবং কার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পক্তি ক্রোকের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দেন।

[৪] আবেদনে বলা হয়, ইসমাইল চৌধুরী সম্রাট অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। এ জন্য তার বিরুদ্ধে গত বছর ১২ নভেম্বর মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকালে জানা যায়, ইসমাইল চৌধুরী সম্রাটের স্ত্রী শারমিন চৌধুরীর নামীয় মহাখালীর ডিওএইচএস এর এক হাজার ৩১৭ বর্গফুটের ফ্ল্যাট এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ফরিদ আহমেদ চৌধুরী ও মোস্তবা জামানের নামীয় কাকরাইলের চার হাজার ২৫৯ বর্গফুটের স্থাবর সম্পত্তি অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন।

[৫] এমতাবস্থায় ইসমাইল চৌধুরী সম্রাটের স্ত্রী শারমিন চৌধুরী এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পত্তি ক্রোকের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এরআগে ইসমাইল চৌধুরী সম্রাটের সম্পত্তি ক্রোক করা হয় বলে আদালত সূত্রে জানা গেছে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়