শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০, ০৯:৩৭ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২০, ০৯:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে প্রকৌশলীকে আহত করা ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করার দাবি

মঈন উদ্দীন: [২] মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী গণপূর্ত কার্যালয় চত্বরে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। বাংলাদেশ পিডবিøউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি এ কর্মসূচির আয়োজন করে।

[৩] সমাবেশে বক্তারা বলেন, অনৈতিক সুবিধা দেয়ার প্রস্তাব নাকচ করে প্রকৌশলীরা যখনই নি¤œমানের কাজের প্রতিবাদ করেন তখনই প্রভাবশালী ঠিকাদাররা তাদের ওপর চড়াও হয়। অনেক অনেক এ রকম ঘটনা ঘটে। লোকলজ্জায় প্রকৌশলীরা সেসব ঘটনা চেপে যান। কিন্তু এ রকম অবস্থা চলতে পারে না।

[৪] এখন থেকে যে ঠিকাদারই প্রকৌশলীকে লাঞ্ছিত করবেন তার লাইসেন্স বাতিলসহ তাকে কালো তালিকাভুক্ত করতে হবে। একইসঙ্গে তারা প্রকৌশলী দেলওয়ার হোসেনের ওপর হামলাকারী ঠিকাদার শাহাবুল মঞ্জু লিটনের ‘সাফির ইঞ্জিনিয়ার অ্যান্ড বিল্ডার্সের’ লাইসেন্স বাতিলসহ প্রতিষ্ঠানটির চলমান সকল কাজের কার্যাদেশ বাতিল করার দাবি জানান।

[৫] উল্লেখ্য, রাজশাহী গণপূর্ত কার্যালয়-২ এর উপসহকারী প্রকৌশলী দেলওয়ার হোসেনের অফিস কক্ষেই সোমবার তার ওপর হামলার ঘটনা ঘটে। শাহাবুল মঞ্জু লিটন ও আতিকুর রহমান আতিক নামের দুই ব্যক্তি এই প্রকৌশলীকে পিটিয়ে রক্তাক্ত জখম করেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই হামলার প্রতিবাদে বাংলাদেশ পিডবিøউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির জেলা শাখার সভাপতি মো: ছাইদুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়