শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০, ০৮:৫৪ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২০, ০৮:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চালের দাম আয়ত্তের বাইরে গেলে কর কমিয়ে আমদানি: খাদ্যমন্ত্রী

লাইজুল ইসলাম: [২] একদিকে কোভিড সমস্যা অন্যদিকে বন্যা। এই অবস্থায় জাত ভেদে প্রতিটি চালের দাম বেড়েছে নূন্যতম ৪ টাকা। ফলে বিপাকে পড়েছে দেশের সাধারণ মানুষ।

[৩] কারওয়ান বাজারের চাল ব্যবসায়ী লোকমান হোসেন জানান, প্রতি বস্তায় নূন্যতম ১৫০ টাকা বেড়েছে। এত দাম এই সময় হওয়ার কথা না। তারপরও দাম বৃদ্ধি হয়েছে। চাল কল মালিকরাই এই অবস্থার জন্য দায়ী। সরকার যদি কঠোর ব্যবস্থা গ্রহণ করতো তাহলে এই অবস্থা হতো না।

[৪] খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ভালো চালের দাম একটু বেশি হবেই। কৃষকের ধানের মূল্য দিতে হবে। তাদের কষ্টের মূল্য না দিলে তারা কিভাবে বাঁচবে। সব মিলিয়ে চালের দাম কিছুটা বেশি বলে তিনিও স্বীকার করেন।

[৫] তিনি বলেন, আমরা বাজার মনিটরিং শুরু করেছি। যদি কেউ কারসাজি করে দাম বাড়ায় তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

[৬] মজুমদার বলেন, আমি ও খাদ্য মন্ত্রণালয়ের সচিব প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। দাম হাতের নাগালের বাইরে চলে গেলে টেক্স কমিয়ে চাল আমদানি করার সিদ্ধান্ত হয়েছে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়