আসাদুজ্জামান বাবুল: [২] কে এই শিশুটি? কি তার পরিচয়? কোথায় তার বাড়ী ? কি তার নাম ঠিকানা বলতে পারছেনা কেউই। তবে, নিস্পাপ শিশুটির পাশের ছেলেটির পরিচয় জানেন সকলেই। ছেলেটির নাম মো, বাধন, বাড়ী গোপালগঞ্জ জেলা শহরের মান্দারতলা। পেশায় সে একজন মাদক বিক্রেতা। পুলিশ প্রশাসন, মাদক বিক্রেতা ও মাদক সেবকরা ছাড়াও নানান পেশার মানুষজন এক নামেই তাকে চেনে। তার নামে কমপক্ষে ৫ থেকে ৭ টি মাদক মামলাও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।
[৩] বেশ কিছুদিন আগে ডিবি পুলিশ ৫০ পিস ইয়াবা ও ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। এখন সে জেল হাজতে আছে নাকি জামিনে মুক্তি পেয়েছে তা জানা সম্ভব হয়নি। তবে, মানুষজন বলছেন, পুলিশ প্রশাসন তাকে আটক করে ঠিকই কিন্ত ক,দিন যেতে না যেতেই জামিনে মুক্তি পেয়ে যায় সে। এরপর আবারো শুরু করে মাদক বিক্রি। এলাকাবাসী বলছেন, দীঘদিন ধরে সে নিজে সব ধরনের মাদক বিক্রি ও সেবন করে আসছে।
[৩] কিন্ত দু:খজনক হলেও সত্য বিখ্যাত মাদক বিক্রেতা হিসেবে পরিচিত বাধন নিস্পাপ একটি শিশুকেও মাদক সেবনের দিকে ধাবিত করছে। এমন নরপিচাশের হাত থেকে নিস্পাপ অবুঝ শিশুটিকে রক্ষা করে ঘটনার সাথে জড়িত বাধনসহ আরো অনেকের কঠোর শাস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসী। এ ব্যাপারে স্থানীয় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। সম্পাদনা: সাদেক আলী