সমীরণ রায় : [৩] আওয়ামী লীগের লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, সাম্প্রদায়িক অপশক্তি এখনও সুযোগ খুঁজছে। তারা সে চর্চা অব্যাহত রেখেছে। এখন নিলর্জ্জভাবে তারা গুম খুনের কথা বলে। জানতে চাই তারা কি অপারেশন ক্লিনহার্ট পরিচালনা করেনি?
[৪] তিনি বলেন, বিএনপি শান্তি ও স্বস্তির বাংলাদেশ চায় না। এদেশকে পাকিস্তানি ভাবধারায় নিয়ে যেতে চায় ।
[৫] কাদের বলেন, ২০০২ সালের ১৬ অক্টোবর থেকে ২০০৩ সালের জানুয়ারি পর্যন্ত ৯৭ জনকে হত্যা করেছিল। ২০০৩ সালের ২৪ ফেব্রুয়ারি অপারেশন ক্লিনহার্টের হত্যার বিচার বন্ধে ইনডিমিনিটি দিয়েছিল। ২০০৫ সালের ১৭ আগস্ট জেএমবি সারাদেশে সিরিজ বোমা হামলায় ২জন নিহত এবং ৫০জন আহত হয়। সেদিন রাষ্ট্রযন্ত্র নীরব ছিল কেন? নিশ্চয়ই সরকার প্রশ্রয়দাতা ও পৃষ্ঠপোষক ছিল।
[৬] তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় কোনো ষড়যন্ত্রকারী, জঙ্গিগোষ্ঠী ও সাম্প্রদায়িক অপশক্তির ঠাঁই নেই। সব ষড়যন্ত্র মারিয়ে জনগণের ভালোবাসা এবং সমর্থন নিয়ে উন্নয়ন ও সমৃদ্ধির চলমান যাত্রা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে।
[৭] সোমবার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার ১৫তম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন। সম্পাদনা: বাশার নূরু, রায়হান রাজীব