শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ১০:৪৫ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় নেগেটিভ হয়ে বিকেএসপির পথে যুব ক্রিকেটারেরা

নিজস্ব প্রতিবেদক: [২] ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যুব বিশ্বকাপের পরবর্তী আসরে চ্যাম্পিয়ন তকমা নিয়ে খেলতে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আর সে দলের ভবিষ্যৎ তারকাদের খুঁজে নেওয়ার প্রথম ধাপ হিসেবে গতকাল ১৬ আগস্ট (রোববার) ক্রিকেটারদের এবং সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা হয়েছিল।

[৩] গতকাল প্রথম দিনে ১৫ ক্রিকেটার ও ১২ জন সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা করা হয়। উপস্থিত ২৭ জনের সকলের করোনা নেগেটিভ এসেছে। আর করোনা রিপোর্ট সন্তোষজনক আসায় আজ বিসিবির বাসে সাড়ে এগারোটায় ক্রিকেটারদের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) উদ্দেশ্যে পাঠানো হয়।

[৪] এদিকে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে মোট ৪৫ জন ক্রিকেটার রয়েছেন। যাদের ধাপে ধাপে ১৯ আগস্টের মধ্যে করোনা টেস্ট করা হবে। যা শেষ হবে ২১ আগস্টের মধ্যে। দ্বিতীয় গ্রæপের করোনা টেস্ট আগামী মঙ্গলবার এবং তৃতীয় গ্রæপের টেস্ট করা হবে আগামী বৃহস্পতিবারে।

[৫] এদিকে বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার মোহাম্মদ কায়সার যুব দলের ক্যাম্পের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের নিয়ে এক বিবৃতিতে সংবাদমাধ্যমকে বলেন, ‘আলহামদুলিল্লাহ, সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। প্রত্যেককে বিকেএসপি পাঠানো হবে। সূচি অনুযায়ী বাকি ক্রিকেটারদের পরীক্ষা শেষে তাদের ব্যাপারেও আমাদের একই ব্যবস্থাপনা থাকবে।’

[৬] বিকেএসপিতে চার সপ্তাহের ক্যাম্প শুরু হবে ২৩ আগস্ট থেকে। চলমান করোনা পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প। এরপর ফিটনেস ও স্কিল ট্রেনিং হবে চার সপ্তাহ। ২৩ আগস্ট থেকে শুরু করে যা চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। এসময় যুব ক্রিকেটাররা নিজেদের মধ্যে আটটি ম্যাচও খেলবে। আর এই ম্যাচের উপর ভিত্তি করে ক্রিকেটার সংখ্যা ৪৫ থেকে কমে ২৫ বা ৩০ জনে আসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়