তাহেরুল আনাম, দিনাজপুর প্রতিনিধি : [২] কয়েক দফার বন্যায় দিনাজপুরে আমনের বীজতলার ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। বীজের অভাবে আমন ধান রোপন করতে পারছে না কৃষকরা।
এমন বাস্তবতায় দিনাজপুরে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বীজ ও ত্রাণসামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ১৬ পদাতিক ব্রিগেডের ফোর হর্স এর সদস্যরা।
[৩] সোমবার সকালে সদর উপজেলার মাঝাডাঙ্গা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে কৃষকদের মাঝে বীজ বিতরণ করা হয়। এসময় দুস্থদের মাঝে ত্রাণসামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, চিনিসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
[৪] এসময় ৬৬ পদাতিক ডিভিশনের ১৬ ব্রিগেডের ফোর হর্স এর লেফটেন্যান্ট আসিফ ইসলাম বলেন, বাংলাদেশ সেনাবাহিনী প্রশাসনকে সহযোগিতায় করোনা পরিস্থিতি মোকাবেলায় কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসাবে বন্যায় যে সব কৃষকের বীজতলা নষ্ট হয়েছে তাদেরকে বীজ দিয়ে সহায়তা করা হচ্ছে। সেই সাথে দুস্থদের সহায়তার অংশ হিসেবে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। সেনাবাহিনীর এই তৎপরতা আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান। সম্পাদনা : হ্যাপি