মিনহাজুল আবেদীন : [২] প্রায় সাড়ে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মেডিক্যাল কলেজটির অধ্যক্ষসহ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সংস্থাটি।
[৩] রোববার দায়ের করা মামলাগুলোতে বাদী হয়েছেন দুদক প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. সহিদুর রহমান ও মো. ফেরদৌস রহমান। সংস্থার গণসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য মামলা দায়েরের ব্যাপারটি নিশ্চিত করেছেন।
[৪] ২ মামলায় আসামী করা হয় কলেজের প্রিন্সিপাল ডা. মো. আবু সুফিয়ান ও ঠিকাদারী প্রতিষ্ঠান নির্ঝরা এন্টারপ্রাইজের সত্তাধিকারী আফসানা ইসলাম কাকলী এবং পুনম ট্রেড ইন্টারন্যাশনালের সত্তাধিকারী এসএম নজরুল ইসলাম নতুনকে।
[৫] একটি মামলার এজাহারে বলা হয়- অধ্যক্ষ আবু সুফিয়ান ও ঠিকাদারী প্রতিষ্ঠানের সত্ত¡াধিকারী কাকলী একে অপরের যোগসাজশে প্রকৃত মূল্যের চেয়ে উচ্চমূল্য দেখিয়ে বইপত্র ক্রয় করে সরকারের ১ কোটি ২৯ লাখ ৩৩ হাজার টাকা আত্মসাৎ করেছেন।
[৬] অপর মামলায় উল্লেখ করা হয়েছে- পুনম ট্রেড ইন্টারন্যশনালের সত্তাধিকারী নতুন ও অধ্যক্ষ সুফিয়ান মিলে উচ্চমূল্যে যন্ত্রপাতি ক্রয় দেখিয়ে আত্মসাৎ করেন সরকারের ২ কোটি ১৪ লাখ টাকা। যা দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ।