নিজস্ব প্রতিবেদক : [২] করোনার ধাক্কা কাটিয়ে প্রায় পাঁচ মাস পর প্রথমবার ক্রিকেট মাঠে ফিরলেন বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল ও কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।
[৩] রোববার (১৬ আগস্ট) মিরপুরের হোম অব ক্রিকেটে বিসিবির অধীনে অনুশীলনে অংশ এই দুই ক্রিকেটার।
[৪] লন্ডনে চিকিৎসা শেষে দেশে আসার পর কোয়ারেন্টাইনে ছিলেন তামিম ইকবাল। যার কারণে মমিনুল-মাহমুদউল্লাহ অনুশীলনে যোগ দিলেও ছিলেন না তামিম ইকবাল।
[৫] কোয়ারেন্টাইন শেষ হওয়ায় রোববার (১৬ আগস্ট) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একক অনুশীলনে দেখা মেলে টাইগারদের ওয়ানডে দলনেতা ও ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবালের।
[৬] বিসিবি আগের ঘোষিত সূচি অনুযায়ী, সকাল ১০টার দিকে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে এসে রানিং করেন তামিম। প্রায় ২০ মিনিটের মতো রানিং শেষে ইনডোরে চলে যান ব্যাটিং অনুশীলনে। সেখানে প্রায় এক ঘণ্টা ধরে চলে ব্যাটিং অনুশীলন।
[৭] তামিমের পর সকাল ১০টা ২০ মিনিটের দিকে এসে আগে জিমে কিছুক্ষন অনুশীলন করেন মোস্তাফিজ। এরপর মূল মাঠে রানিং করেন তিনি। তবে বৃষ্টির কারণে বোলিং অনুশীলন করতে পারেননি কাটার মাস্টার।
[৮] এর আগে তৃতীয় ধাপের প্রথম দিনের অনুশীলন করেন সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন ও তাইজুল ইসলাম।