শিরোনাম
◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা ◈ হাইকমিশনারকে হুমকি, নয়াদিল্লির প্রেস নোট প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২০, ১১:২৭ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২০, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাইডলাইন ছাড়াই বাছবিচারহীনভাবে চলছে প্লাজমা থেরাপি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

শিমুল মাহমুদ : [২] কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্লাজমা থেরাপি প্রয়োগ ব্যবসার দিকে রূপ নিচ্ছে। দেশে প্লাজমা থেরাপি বাবদ খরচ পড়ছে ১৫ থেকে ২০ হাজার টাকা। মানা হচ্ছে না কোনও নিয়ম-নীতি।

[৩] স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, প্লাজমা থেরাপি প্রয়োগের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন নেই। এছাড়া দেশেও এ বিষয়ে কোন গাইডলাইন বা নীতিমালা হয়নি। তবে গত জুনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও রাজারবাগ পুলিশ হাসপাতালে ট্রায়ালের অনুমোদন দেয় সরকার।

[৪] বিএসএমএমইউতে এমন একটি ক্লিনিক্যাল ট্রায়ালের নেতৃত্বে রয়েছেন ডা. শাহীন। তিনি বলেন, ডোনারের রক্তে যদি পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি হয়ে না থাকে, তাহলে এ প্লাজমা রোগীর জন্য ক্ষতিকর। এর ফলে হালকা থেকে মারাত্মক অ্যালারজিক রিঅ্যাকশন হতে পারে।

[৫] পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি হাসানুল হায়দার বলেন, কোভিড চিকিৎসায় এমন অনেক ঔষধ ব্যবহার হচ্ছে যেগুলো কাগজে কলমে নাই। প্লাজমাও একই ভাবে ব্যবহার হচ্ছে। এক্ষেত্রে নীতিমালা জরুরি।

[৬] ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. এম এ খান বলেন, প্লাজমা ডোনেশনের ক্ষেত্রে আরটি-পিসিআর পরীক্ষায় নেগেটিভ আসার ১৪ দিন পর অ্যালাইজা টেস্ট করতে হবে।

[৭] এরআগে, ২১ জুন দেশে প্লাজমা-নিউট্রালাইজিং টেস্টের অনুমোদন দিয়েছে সরকার, তবে প্লাজমা-নিউট্রালাইজিং অ্যান্টিবডি টেস্ট কিট এখনো সংকট। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়