সিরাজুল ইসলাম: [২] রাজধানী শ্রীনগরের নওগাম এলাকায় শুক্রবার এ হামলায় আরও কয়েকজন আহত হয়েছে। কাশ্মীরকে কেন্দ্র শাসিত অঞ্চল করার বছর পূর্তির কয়েকদিন পর এবং দেশটির স্বাধীনতা দিবসের আগের দিন কড়া নিরাপত্তার মধ্যেই এ হামলা হলো। রয়টার্স
[৩] কাশ্মীরের পুলিশ প্রধান বিজয় কুমার বলেন, জঙ্গিরা হামলার আশঙ্কায় তারা সতর্ক ছিলেন। কিন্তু সরু লেনে টহল পুলিশের উপর এলোপাতাড়ী গুলি চালায় জঙ্গিরা। জঙ্গিদের চিহ্নিত করা হয়েছে। শিগগিরই তাদের আটক করা হবে। অভিযান চলছে।
[৪] ভারত সরকার বলছে, কেন্দ্র শাসিত অঞ্চল হওয়ায় দেশের বাকি অংশের মতো কাশ্মীরেও সমানতালে উন্নয়ন হবে। তবে সেখানকার বাসিন্দারা বলছেন, তারা বিশেষ মর্যাদা হারিয়েছেন। হিন্দু সংখ্যা গরিষ্ঠ দেশটিতে মুসলিমরা অধিকার হারিয়েছেন। সরকার এ অভিযোগ উড়িয়ে দিয়েছে।
[৫] ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে ১৯৪৭ সালে স্বাধীন হয় ভারত ও পাকিস্তান। তখন থেকেই উভয় দেশই কাশ্মীরকে নিজেদের ভূখন্ড বলে দাবি করছে। পাকিস্তান শাসিত কাশ্মীরের নাম আজাদ কাশ্মীর এবং ভারত শাসিত কাশ্মীরের নাম জম্মু ও কাশ্মীর।
[৬] তিন দশকে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষে ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। পাকিস্তান সেখানকার মুসলিমদের বিদ্রোহে সমর্থন দিয়ে থাকে বলে অভিযোগ করে আসছে ভারত। যদিও পাকিস্তান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। ইসলামাবাদ বলছে, হিমালয় অঞ্চলের মুসমিলমদের তারা কেবল রাজনৈতিক সমর্থন দেন, বিদ্রোহে নয়।