শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ১০:০৬ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ১০:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহের কোটচাঁদপুরে পুকুরে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রহিদুল খান : [২] কোটচাঁদপুরে পানিতে ডুবে নিখোঁজের ১৪ ঘণ্টা পর পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছেন এলাকাবাসী।

[৩] হতভাগ্য শিশু দুটি হলো উপজেলার রাজাপুর হাফিজিয়া আল-হেরা মাদরাসার ছাত্র জাকারিয়া হোসেন চঞ্চল (১১) ও মিশন হোসেন (১০)। এরা ওই মাদরাসার ছাত্রাবাসে থেকে নূরানী বিভাগে পড়তো।

[৪] শুক্রবার ভোর ছয়টার দিকে উপজেলার সাফদারপুর ইউনিয়নের রাজাপুর বহিরগাছি মাঝেরপাড়া গ্রামের মুকুল হোসেনের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

[৫] জাকারিয়া হোসেন চঞ্চল কোটচাঁদপুর উপজেলার বলুহর গ্রামের ঢালিপাড়ার বাহাদুর আলীর ছেলে। আর মিশন কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া গ্রামের ফুরকান আলীর ছেলে। তার মা স্বামী পরিত্যক্তা। যে কারণে ওই গ্রামের খালাতো ভাই জাহিদ তাকে দেখাশুনা করতেন।

[৬] মাদরাসাটির শিক্ষক মো. আকিমুল ইসলাম জানান, মাদরাসার মধ্যে অবস্থিত মসজিদে মিস্ত্রিরা কাজ করছে। এই কারণে বৃহস্পতিবার দুপুরে ছাত্ররা পাশের একটি পুকুরে গোসল করতে যায়। বেলা একটার দিকে গোসল করে তারা ফিরে আসে। বিকেল পাঁচটার দিকে খেলা শেষে সবার অজান্তে জাকারিয়া ও মিশন আবার ওই পুকুরে গোসল করতে যায়। সন্ধ্যার পর মাদরাসায় তাদেরকে দেখতে না পেয়ে উপস্থিত ছাত্রদের কাছে তাদের খোঁজ নেওয়া হয়। [৬] পরে নিখোঁজের ঘটনা জানিয়ে গ্রামবাসী ও পরিবারের সদস্যদের নিয়ে রাতে খোঁজাখুঁজি করেও তাদেরকে পাওয়া যায়নি।

[৭] ওই শিক্ষক জানান, শুক্রবার ভোরে ওই পুকুরপাড়ের এক বাসিন্দা একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসীকে খবর দেন। পরে স্থানীয়রা পুকুরটি থেকে মরদেহ দুটি উদ্ধার করেন।

[৮] খবর পেয়ে ঘটনাস্থলে যান কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে অন্য শিক্ষার্থীদের সঙ্গে জাকারিয়া ও মিশন গোসল করতে যায়। গোসল শেষে মাদরাসায় ফিরে এলেও জাকারিয়া ও মিশন তাদের জুতা ফেলে রেখে আসে। পরে জুতা আনতে গিয়ে তারা নিখোঁজ হয়। সন্ধ্যার পর ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যায়নি। শুক্রবার সকালে মাদরাসার পাশের ওই পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়