মিনহাজুল আবেদীন : [২] বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। ফাতেহা বেগম (৩২) ওসমানীনগর উপজেলার নিজ মান্দারুকা গ্রামের সুমন আহমেদের স্ত্রী।
[৩] জানা গেছে, অন্ত:সত্বা ফাতেমা বেগমকে হাসপাতালে নর্থ ইষ্ট মেডিক্যালে কলেজ হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা। কিন্তু যথাসময়ে চিকিৎসা না পেয়ে তিনি মারা যান।
[৪] সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ওসি আখতার হোসেন বলেন, মৃতের স্বজনরা অভিযোগ করেছেন চিকিৎসা অবহেলায় ওই প্রসূতি মারা গেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।