রাজু চৌধুরী : [২] র্যাব-৭, চট্টগ্রাম এরসহকারী পুলিশ সুপার, সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ মাহ্মুদুল হাসান মামুন জানান,
গোপন সংবাদের মাধ্যমে কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার হতে ‘‘লন্ডন’’ পরিবহনের একটি বাস যোগে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে জানতে পেরে, উক্ত সংবাদের ভিত্তিতে ১২ আগস্ট একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলি থানাধীন শিকলবাহা ক্রসিং এলাকায় জামাল শাহ্ হোটেলের সামনে কক্সবাজার হতে চট্টগ্রামগামী মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করতে থাকে। এ সময় র্যাবের চেকপোস্টের দিকে আসা কক্সবাজার হতে ঢাকাগামী ‘‘লন্ডন’’ পরিবহনের ০১ টি বাসকে তল্লাশী করে মোঃ তানভীর (৩৬), পিতা- মোঃ মফিদুল আলম, গ্রাম- উত্তর রোমালিয়াছড়া, থানা ও জেলা- কক্সবাজার’কে ৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
[৩] গ্রেফতারকৃত আসামী’কে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বিভিন্ন কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এর আনুমানিক মূল্য ০২ কোটি ৫০ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।