এম.ইউছুপ রেজা, চট্টগ্রাম : [২] চট্টগ্রামে ৩ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ ইসহাক (৪৮) নামে একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম খ-সার্কেল (পটিয়া)।
[৩] গোপন সংবাদের ভিত্তিতে ১২ আগস্ট (বুধবার) সকালে উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকার এর তত্ত্বাবধানে ও পরিদর্শক সাইফুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া থানাধীন মোজাফরাবাদ এন.জে উচ্চ বিদ্যালয়ের বিপরীত পার্শ্বে মহাসড়কের উপর সৌদিয়া যাত্রীবাহী বাস হতে তল্লাশিপূর্বক তাকে আটক করে।
[৪] এসময় তার দেহ তল্লাশী করে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় সে কক্সবাজার হতে চট্টগ্রামে ইয়াবা পাচার করে নিয়ে যাচ্ছে। ইতোপূর্বে সে আরও কয়েকবার ইয়াবা পাচার করে বলে ও জানায়। আসামি মোহাম্মদ ইসহাক কক্সবাজার জেলার টেকনাফ সদর থানার খোনকার পাড়ার মৃত জাফর আহম্মদ শমসু ও আনোয়ারা বেগমের সস্তান। তার বিরুদ্ধে পটিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। সম্পাদনা: সাদেক আলী