শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০, ০৪:৫৭ সকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২০, ০৪:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে নতুন করে ১৪৯ জনের কোভিড শনাক্ত

জুয়েল বড়ুয়া, চট্টগ্রাম প্রতিনিধি: [২] এর মধ্যে নগরীতে ৯৬ জন ও ৫৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫৪৯১ জনে।

[৩] বুধবার (১২ আগস্ট) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে কারো মৃত্যু হয়নি। এদিন করোনায়া আাক্রান্ত রোগী সুস্থ হয়েছেন ৬৫ জন।

[৪] সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ৩২ জন, সিভাসুতে ৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৬ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৭ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৬ জন, শেভরণ ল্যাবে ১৮ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

[৫] ডা. সেখ ফজলে রাব্বি আরো বলেন, মঙ্গলবার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ৮২৫ টি। এর মধ্যে ২১৮ টি বিআইটিআইডিতে, ১৩২ টি সিভাসুতে, ১৬২ টি চমেকে, ১২৯ টি চবিতে, ১২০ টি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, ৫৬ টি শেভরণ ল্যাবে এবং ৮ টি মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করানো হয়।

[৬] উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৫৩ জনের মধ্যে বাঁশখালীতে ১, আনোয়ারায় ২, পটিয়ায় ২, বোয়ালখালীতে ৬, রাঙ্গুনিয়ায় ৪, রাউজানে ৮, ফটিকছড়িতে ১০, হাটহাজারীতে ১১, সন্দ্বীপে ৪, মিরসরাইয়ে ২ ও সীতাকুণ্ডে ৩ জন রয়েছেন।

[৭] শেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন ২৪৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৩ হাজার ৩১০ জন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়