শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০, ০৪:৫৭ সকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২০, ০৪:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে নতুন করে ১৪৯ জনের কোভিড শনাক্ত

জুয়েল বড়ুয়া, চট্টগ্রাম প্রতিনিধি: [২] এর মধ্যে নগরীতে ৯৬ জন ও ৫৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫৪৯১ জনে।

[৩] বুধবার (১২ আগস্ট) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে কারো মৃত্যু হয়নি। এদিন করোনায়া আাক্রান্ত রোগী সুস্থ হয়েছেন ৬৫ জন।

[৪] সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ৩২ জন, সিভাসুতে ৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৬ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৭ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৬ জন, শেভরণ ল্যাবে ১৮ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

[৫] ডা. সেখ ফজলে রাব্বি আরো বলেন, মঙ্গলবার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ৮২৫ টি। এর মধ্যে ২১৮ টি বিআইটিআইডিতে, ১৩২ টি সিভাসুতে, ১৬২ টি চমেকে, ১২৯ টি চবিতে, ১২০ টি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, ৫৬ টি শেভরণ ল্যাবে এবং ৮ টি মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করানো হয়।

[৬] উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৫৩ জনের মধ্যে বাঁশখালীতে ১, আনোয়ারায় ২, পটিয়ায় ২, বোয়ালখালীতে ৬, রাঙ্গুনিয়ায় ৪, রাউজানে ৮, ফটিকছড়িতে ১০, হাটহাজারীতে ১১, সন্দ্বীপে ৪, মিরসরাইয়ে ২ ও সীতাকুণ্ডে ৩ জন রয়েছেন।

[৭] শেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন ২৪৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৩ হাজার ৩১০ জন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়