আসিফুজ্জামান পৃথিল: [৩] গবেষকরা অবশ্য বলছেন, রুশ ভ্যাকসিন এতো তাড়াতাড়ি আসাটা কিছুটা হলেও সন্দেহজনক। বর্তমানে ১৬০টি ভ্যাকসিনের গবেষণাকেও অত্যন্ত অস্বাভাবিক বলে মনে করছেন তারা। টাইমস অব ইন্ডিয়া, হু, আরটি
[৪] বুধবার রাশিয়ার গ্যামেলিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তৈরি ভ্যাকসিনটি নিবন্ধিত হতে যাচ্ছে। এতে রাশিয়া বিশ্বের একমাত্র দেশ হযে যাবে, যাদের হাতে করোনাভাইরাসের ভ্যাকসিন থাকবে। তবে রাশিয়া এই ভ্যাকসিন অন্য কাউকে দেবে কিনা সে ব্যাপারে কিছু জানায়নি।
[৪] এই ভ্যাকসিনটি অ্যাডেনোভাইরাস ভিত্তিক একটি ভেক্টর ভ্যাকসিন। যা করোনাভাইরাসের স্পাইক প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে শরীরে আলাদা ইমিউনিটি তৈরি করে। এই তথ্য জানিয়েছেন গ্যামেলিয়ার পরিচালক অ্যালেকজান্ডার গিন্টসবার্গ।
[৫] এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু বলেছে, এই মুহূর্তে করোনা থেকে রক্ষা পেতে ভ্যাকসিনই বিশ্বের জন্য একমাত্র আশা। এ কারণে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভেক্সে সব দেশকে জড়িত হতে অনুরোধ করেছে তারা।
[৬] একইসঙ্গে হু রাশিয়াকে অনুরোধ করেছে, যেনো ট্রায়ালের সব প্রক্রিয়া মেনে চলে তারা। হু বলছে, কোনও ধাপ বাদ দিলে সেই ভ্যাকসিন ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। সম্পাদনা: ইকবাল খান