বিশ্বজিৎ দত্ত : [২] বিমান বাহিনীর সি ১৩০ বিমানে ২টন জরুরি ওষুধ ও কিছু যন্ত্রাংশ লেবাননে পাঠানো হয়েছে। যন্ত্রাংশগুলো লেবানন বন্দরে ক্ষতিগ্রস্থ বাংলাদেশি যুদ্ধ জাহাজের বাংলার বিজয়ের মেরামতে ব্যবহার করা হবে। ফিরতি পথে লেবাননে থাকা বাংলাদেশিদের এই বিমানেই ফিরিয়ে আনা হতে পারে।
[৩] লেবাননের সমুদ্র বন্দরের কাছে একটি গোডাউনে বিস্ফোরক বিস্ফোরনে শতাধিক লোক মারা যায়। এরমধ্যে ৩ জন বাংলাদেশিও রয়েছেন। আহত হন আরো ৫ হাজার যাদের মধ্যে লেবাননে জাতীসংঘ শান্তি মিশনে কর্মরত ২৫ জন বাংলাদেশী নৌবাহিনীর সদস্য রয়েছেন। সূত্র জানায়, আহত সদস্য ছাড়াও আরো কিছু লোককে বিমানের ফিরতি যাত্রায় নিয়ে আসা হচ্ছে।