প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ০৬:৪৬ সকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ০৬:৪৬ সকাল
প্রতিবেদক : নিউজ ডেস্ক
[১] পরবর্তী প্রজন্মের কথা ভাবতো ও দেশের জন্য কাজ করা ছিল সিনহার লক্ষ্য : বললেন সিনহার মা (ভিডিও)
✖
বাশার নূরু ও মহসীন কবির : সোমবার (১০ আগস্ট) দুপুরে নিজ বাসায় পুলিশের গুলিতে নিহত সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খানের মা নাসিমা আক্তার একথা বলেন। তিনি বলেন, সিনহার কাজের প্রতি আমার সমর্থন ছিল। তিনি বিচার কাজেও সন্তোষ প্রকাশ করেন। আর যেন বিচারবর্হিভূত হত্যাকণ্ডের ঘটনা না ঘটে।
[৩] সিনহার মা বলেন, কথায় নয়, কাজে বিশ্বাসী ছিল আমার ছেলে। দেশকে নিয়ে অনেক ভাবতো। ছেলে আমাকে বলতো, আম্মি আমরা যদি দেশে ভালো কিছু রেখে যাই তাহলে ভবিষ্যৎ প্রজন্ম সেটা অনুসরণ করবে।
[৪]নাসিমা আক্তার বলেন, 'সিনহা বলতো ভালো কাজ দিয়ে যদি মানুষকে আকৃষ্ট করতে পারি, এর চেয়ে বড় আর কী হতে পারে। আমি বলতাম, বাবা তুমি যে আর্মি থেকে চলে আসছো, সেখানে এতগুলো কোর্স তাহলে কেন করলে? এখন তোমার কত প্রমোশন হতো, ভালো অবস্থান হতো তোমার। সে বলতো মাম্মি, 'পাওয়ার! পাওয়ার কি? পাওয়ার আজ আছে কাল নেই, মানুষে হৃদয়ের মধ্যে থাকব, কাজ করব। আর কাজের কথা মুখে বলার মতো কিছু নয়।'
[৫] নাসিমা বলেন, 'কাজের কথা মুখে বলতো না সে। আমি বুঝতাম সে কথায় বিশ্বাসী ছিল না, কাজে বিশ্বাসী ছিল। যেমন বিশ্ব ভ্রমণ করা নিয়ে সে বলতো, এটা তো স্বাভাবিক ঘটনা, এইটা নিয়ে কোনো পূর্ব পরিকল্পনা নিয়ে পুঙ্খানুপুঙ্খ সে জানাতে চাইতো না। সারপ্রাইজ দেবে। কিছু উপহার দেবে দেশকে। নেক্সট জেনারেশনের কথা অনেক ভাবতো। বলতো আমরা যদি কিছু ভালো রেখে যাই পৃথিবীতে। আম্মু এই দেশের সবাই কেবল নেগেটিভ জিনিস দেখে, এই দেশে কিচ্ছু হবে না। কেন? এই ধরনের চরিত্রের অধিকারী সে ছিল।'