শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ০৩:৫১ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ০৩:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানের বিপক্ষে বাকি দুই টেস্টে খেলবেন না স্টোকস

ডেস্ক নিউজ: [২] পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে খেললেও সিরিজের বাকি দুই টেস্টে খেলবেন না ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। মূলত ইনজুরি কিংবা ফিটনেসের কোন সমস্যার কারণে নয়, পারিবারিক কারণে এই দুই টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন টেস্টের নাম্বার ওয়ান এই অলরাউন্ডার।

[৩] ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি ইসিবি। পরিবারের সাথে যোগ দিতে এ সপ্তাহের পরেই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ইংল্যান্ড ছাড়বেন স্টোকস।

[৪] পাকিস্তানের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টের প্রথম ইনিংসে সাত বল খেললেও রানের খাতা খুলতে পারেননি বেন। বল হাতে প্রথম ইনিংসে সুযোগ পাননি তিনি। দ্বিতীয় ইনিংসে মাত্র চার ওভার বল করার সুযোগ পেয়ে ১১ রান দিয়ে দুই উইকেট শিকার করেন এই অলরাউন্ডার। পরে ব্যাট হাতে করেন ৯ রান।

[৫] এমন পারফরম্যান্সের পরেও সিরিজের বাকি ম্যাচগুলোতে স্টোকসের জায়গা নিয়ে সন্দেহ ছিল না। তবে পারিবারিক কারণে এই সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। তার না থাকা অবশ্যই ইংল্যান্ড দলের জন্য বড় ক্ষতির। তবে স্টোকসের সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছে ইংল্যান্ড।

[৬] উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে ১৩ আগস্ট ও তৃতীয় টেস্টে ২১ আগস্ট মুখোমুখি হবে ইংল্যান্ড পাকিস্তান।-দ্যা গ্যালারি

  • সর্বশেষ
  • জনপ্রিয়