শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ০৩:৫১ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ০৩:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানের বিপক্ষে বাকি দুই টেস্টে খেলবেন না স্টোকস

ডেস্ক নিউজ: [২] পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে খেললেও সিরিজের বাকি দুই টেস্টে খেলবেন না ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। মূলত ইনজুরি কিংবা ফিটনেসের কোন সমস্যার কারণে নয়, পারিবারিক কারণে এই দুই টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন টেস্টের নাম্বার ওয়ান এই অলরাউন্ডার।

[৩] ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি ইসিবি। পরিবারের সাথে যোগ দিতে এ সপ্তাহের পরেই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ইংল্যান্ড ছাড়বেন স্টোকস।

[৪] পাকিস্তানের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টের প্রথম ইনিংসে সাত বল খেললেও রানের খাতা খুলতে পারেননি বেন। বল হাতে প্রথম ইনিংসে সুযোগ পাননি তিনি। দ্বিতীয় ইনিংসে মাত্র চার ওভার বল করার সুযোগ পেয়ে ১১ রান দিয়ে দুই উইকেট শিকার করেন এই অলরাউন্ডার। পরে ব্যাট হাতে করেন ৯ রান।

[৫] এমন পারফরম্যান্সের পরেও সিরিজের বাকি ম্যাচগুলোতে স্টোকসের জায়গা নিয়ে সন্দেহ ছিল না। তবে পারিবারিক কারণে এই সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। তার না থাকা অবশ্যই ইংল্যান্ড দলের জন্য বড় ক্ষতির। তবে স্টোকসের সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছে ইংল্যান্ড।

[৬] উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে ১৩ আগস্ট ও তৃতীয় টেস্টে ২১ আগস্ট মুখোমুখি হবে ইংল্যান্ড পাকিস্তান।-দ্যা গ্যালারি

  • সর্বশেষ
  • জনপ্রিয়