শিরোনাম
◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২০, ০৪:০৪ সকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২০, ০৪:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেলবোর্নেই বক্সিং ডে টেস্ট আয়োজনের চেষ্টায় অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : [২] ১৯৫০ সাল থেকেই ক্রিকেট ইতিহাসের অংশ হয়ে আছে বক্সিং ডে টেস্ট। যদিও ১৮৯২ সালে, শেফিল্ড শিল্ডের ম্যাচে ভিক্টোরিয়া এবং নিউ সাউথ ওয়েলসের ম্যাচ দিয়ে শুরু হয়েছিল বক্সিং ডে টেস্টের প্রথা। করোনাভাইরাসের প্রভাবে এবার সেই প্রথা ভাঙতে চলেছে।

[৩] বড়দিনের ঠিক পরদিন ২৬ সেপ্টেম্বর বক্সিং ডে টেস্টে এ বছর ভারতের বিপক্ষে খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। ম্যাচটি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এখনও ম্যাচটি নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছুতে পারছে না ক্রিকেট অস্ট্রেলিয়া।

[৪] বক্সিং ডে টেস্ট ম্যাচটি বরাবরই অনুষ্ঠিত হয় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। এবারও ভারতের অস্ট্রেলিয়ার সফরে টেস্ট ম্যাচের যে সূচি নির্ধারণ করা হয়েছিল, তাতে বক্সিং ডে টেস্ট ম্যাচের ভেন্যু হিসেবে প্রথা মেনে মেলবোর্নকেই রাখা হয়েছিল। কিন্তু সা¤প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে করোনার সংক্রমণ বাড়াবাড়ি আকার ধারণ করেছে। তাই আগামী ২৬-৩০ বক্সিং-ডে টেস্ট ম্যাচের ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া।

[৫] ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্র্বতীকালীন প্রধান নির্বাহী নিক হকলি অবশ্য আশার বানি শোনালেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, 'অস্ট্রেলিয়ার ক্রীড়া সূচিতে অন্যতম চমকপ্রদ আয়োজন হলো বক্সিং ডে টেস্ট এবং এটা আয়োজনের জন্য আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি।

[৬] পরিস্থিতি অনুক‚লে থাকলে ম্যাচটি মেলবোর্নেই আয়োজনের সব রকম চেষ্টা করবে ক্রিকেট অস্ট্রেলিয়া। হকলি বলেন, 'পরিস্থিতি অনুক‚লে থাকলে আমরা এমসিজিতে ম্যাচটি আয়োজনের জন্য সব রকমের চেষ্টা করবো। এখন আমাদের পরিকল্পনা সঠিক ভাবে এগিয়ে যাওয়ার। - ক্রিকফ্রেঞ্জি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়