শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২০, ১২:৪০ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২০, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শর্বাণী দত্ত: একটা শহর ছেড়ে এলে, নিজের একটা অংশও কি ওখানে ফেলে আসতে হয়?

শর্বাণী দত্ত: একেকটা ঘনঘোর মেঘলা দুপুরে আর নদীর মতো শান্ত সন্ধেবেলায় গত জন্মের স্মৃৃতির মতো আমার কলকাতার কথা মনে পড়ে যায়। জাতিস্মরের মতো আমি কম্পিত বুকে দুটো ছন্নছাড়া পৃথিবীতে দুই পা রেখে দাঁড়িয়ে থাকি। একটা শহর ছেড়ে এলে, নিজের একটা অংশও কি ওখানে ফেলে আসতে হয়? আমার মনে বলে-হ্যাঁ, হয়।

ওই শহরটার তো পাগলামোই আলাদা। মাছ আর মার্ক্স নিয়ে এমন অবসেশন হয়তো পৃথিবীর আর কোনো শহরতলীর গল্পে নেই। ইনকিলাব আর বিপ্লবের এমন মশাল আমি কোথাও জ¦লতে দেখিনি এর আগে। আমি এর আগে কোনোদিন বন্ধুকে কমরেড ডেকে বিপন্ন-বিস্ময়ের দিনগুলোকে সুন্দর বানাতে শিখিনি। কলকাতা শহরের পুরো আকাশটাই যেন সামিয়ানা। সেই আকাশের নিচে কনকনে ঠাণ্ডা জলের মহাস্রোতী গঙ্গা বয়ে যায়। মেট্রো আর বনগাঁ লোকালের ভিড়ে প্রায়ই দুজন বয়স্ক কাকুর তর্কাতর্কি শুরু হয়। সেই শামিয়ানার তলায় সেন্ট্রালে বিবেকানন্দের প্রেসিডেন্সি। নতুন-পুরনো বইয়ের গন্ধে শহরের ধোঁয়ার দূষণের গন্ধও কিছুক্ষণ ঢাকা পড়ে যায়।

আর কফি হাউজের ‘কোয়ালিটি হারিয়ে যাওয়া কফি?’ আমার নিজের বড্ড প্রিয় জায়গা, সেই ভিক্টোরিয়ান গোথিক স্থাপত্যের গোটা এসপ্লানেড। কলকাতার হলুদ ট্যাক্সি, ভুল প্রেমের হাত ধরে রাস্তা পার হওয়া ট্রাম এদিকে ফেরার আগেই, আর ওই তো রাস্তার ফুচকা। রোল চাউমিন খেয়ে ‘ঘ্যামা’ বলে ওঠা বন্ধুগুলো। একটা শহর, একটা জীবন্তÍ সভ্যতা। যে শহরে একবার মাও বলে ডাকলে সমস্ত কারফিউ ভেঙে যেতে পারে নিমেষে, সে এক ভীষণ পাগলামো- একটু অলীকই বটে, তবুু তো এই শহর জাদুর শহর। নবারুণের শহর। মৃত্যু উপত্যকা থেকে জেগে ওঠা প্রাণের শহর। না,আমি জাতিস্মর থেকে খুব আলাদা নই। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়