শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২০, ১০:০২ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২০, ১০:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাসুদ কামাল : মেজর সিনহা হত্যায় সিফাত ও শিপ্রার অপরাধ কী?

মাসুদ কামাল : মেজর (অব.) সিনহা হত্যা ঘটনায় টেকনাফের ওসি প্রদীপ, গুলি বর্ষণকারী ইন্সপেক্টর লিয়াকতসহ নয় জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরা গ্রেফতারও হয়েছেন। আদালত এদেরকে রিমান্ডে পাঠিয়েছে। র‌্যাব জিজ্ঞাসাবাদ করছে, আগামীতে আরও কয়েকদিন করবে। হয়তো এর মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বের হয়ে আসবে। প্রভাবশালী ও বেপরোয়া এই পুলিশদের গ্রেফতারের পর সংশ্লিষ্ট এলাকার অনেক ভুক্তভোগীই এরই মধ্যে প্রকাশ্যে কথা বলার সাহস পাচ্ছে। এদের কথা শুনলে হয়তো বের হয়ে আসবে আরও অনেক ভয়ঙ্কর তথ্য। হয়তো জানা যাবে-মাদকের বিরুদ্ধে খোদ সরকার প্রধানের জিরো টলারেন্স নীতির পরও কেন এবং কীভাবে মিয়ানমার থেকে অবাধে ঢুকতে পারতো ইয়াবা। এসবই প্রত্যাশার কথা। কিন্তু আমার আজকের লেখার বিষয় প্রদীপ, লিয়াকত, কিংবা পুলিশের ক্রসফায়ার নয়। এসব নিয়ে অনেকেই লিখেছেন, লিখছেন।

আমার উদ্বেগ সিফাত ও শিপ্রাকে নিয়ে। মেজর সিনহার সঙ্গে সেদিন গাড়িতে সাহেদুল ইসলাম সিফাত ছিলেন। সিফাত একজন চলচ্চিত্র কর্মী। এটা এখন সবাই জানেন, অবসরপ্রাপ্ত মেজর সিনহা একটা প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণের জন্যই কক্সবাজারে গিয়েছিলেন। তাদের সঙ্গে আরও ছিলেন আর এক চলচ্চিত্র কর্মী শিপ্রা দেবনাথ। ঘটনার সময় শিপ্রা ছিলেন কক্সবাজারে হোটেলে। পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা হওয়ার আগেই, অন্য সব ‘বিচার বহিভূত হত্যা’র সময় যেমন হয়, পুলিশ হত্যা ও মাদকের দুটি মামলা করে। একটি হত্যা মামলা, আর একটি মদকের মামলা। হত্যা মামলায় আসামি করা হয় সিফাতকে। বলা হয়, মেজর সিনহা যে নিহত হয়েছেন, তার গায়ে নাকি সিফাতের করা গুলি লেগেছে। আর এরপর কক্সবাজারে হোটেলে গিয়ে শিপ্রাকে গ্রেফতার করা হয়, তার কক্ষে নাকি মাদকদ্রব্য পাওয়া গেছে। অনেকেই হয়তো বলবেন, এ দুটি তো সাজানো মামলা। বলবেন বটে, কিন্তু মামলায় কি ‘সাজানো’ কথাটি লেখা থাকবে? থাকবে না। তাই সিফাতকে হত্যা মামলাতেই লড়তে হবে। খুব সহজে তার জামিন কি হবে? দেশের মানুষ এরই মধ্যে জেনে গেছে-কীভাবে কী হয়েছে। তারা জানে-কাদের কারণে মর্মান্তিক মৃত্যু হয়েছে মেজর সিনহার। সবাই সবকিছু জানে। কিন্তু‘ এই যে এতোকিছু জানা, তাতেও কি কিছুমাত্র লাভ হয়েছে সিফাত ও শিপ্রার? পুলিশের দায়ের করা সাজানো হত্যা ও মাদক মামলায় চলচ্চিত্রকর্মী সিফাত ও শিপ্রা দেবনাথ এখনো জেলে। শেষ পর্যন্ত প্রদীপ, লিয়াকতদের বিচার কতদূর কী হবে-জানি না। তবে সিফাত ও শ্রিপার কপালে যে যথেষ্ট ভোগান্তি আছে, সেটা ধরেই নেওয়া যায়। বিনা অপরাধে যদি দুজন সংস্কৃতিকর্মীকে এভাবে জেলে থাকতে হয়, যদি আইনের শাসন তাদের ভোগান্তি থেকে মুক্ত করতে না পারে, তাহলে সরকারের প্রতি মানুষের আস্থাটি আর থাকবে কী করে? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়