শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানি একাই ছাড়িয়ে চলেছে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া ও মরক্কোর মোট রপ্তানি ◈ ইসি’র পরিকল্পনা: বড় জেলায় একাধিক রিটার্নিং কর্মকর্তা, দায়িত্ব জেলা প্রশাসকের হাতে ◈ জুলাই সনদ বাংলাদেশের জন্য একটা বিরাট মাইলফলক: খালেদা জিয়া ◈ বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক ◈ রাকসুর ৮ কেন্দ্রের ফল: ভিপি পদে প্রায় চারগুণ ভোটে এগিয়ে শিবিরের জাহিদ ◈ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি ◈ চট্টগ্রাম ইপিজেডে আগুনে ধসে পড়ছে কারখানার ভবন (ভিডিও) ◈ অর্থ ফেরত এলে ব্যাংকিং খাত আরও স্থিতিশীল হবে’ — গভর্নর আহসান এইচ মনসুর ◈ নারী বিশ্বকা‌পে বাংলাদেশ‌কে ১০ উই‌কে‌টে হা‌রা‌লো অ‌স্ট্রেলিয়া ◈ বাজেট সংকটে কঙ্গো মিশন থেকে বাংলাদেশ পুলিশের শেষ কন্টিনজেন্ট প্রত্যাহার

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২০, ০৮:০৯ সকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২০, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুয়েতে আটক সাংসদ পাপুলকে রবিবার আবারও আদালতে তোলা হবে

ডেস্ক রিপোর্ট : মানব ও অবৈধ মুদ্রা পাচারের অভিযোগে কুয়েতে আটক বাংলাদেশের সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের আটকের মেয়াদ আজ রবিবার শেষ হচ্ছে। নতুন করে তাকে আদালতে হাজির করা হবে।

তার সঙ্গে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশিক্ষণবিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল শেখ মাজন আল-জারাহ এবং অন্য দুই কুয়েতি নাগরিক হাসান আবদুল্লাহ আল খাদের ও নওয়াফ আলী আল শালাহিকেও হাজির করার কথা রয়েছে।

পাপুলের প্রতিষ্ঠান মারাফিয়া কুয়েতিয়ার ৬৭ কোটি টাকার একটি নতুন দরপত্র বাতিল করেছে কুয়েত সরকার। সবমিলে এখন পর্যন্ত মারাফিয়ার ৩টি দরপত্র বাতিল হয়েছে। পাশাপাশি মারাফিয়া কুয়েতিয়াকেও ব্ল্যাকলিস্টে রেখেছে কুয়েত। নতুনকরে ওই প্রতিষ্ঠানটি সেখানে কোনো কাজ নিতে পারবে না।

গত ৬ জুন কুয়েতের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) মানবপাচার, ভিসা জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে লক্ষিপুর-২ আসনের এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি দেশটিতে বন্দী আছেন। পাপুলকে সহযোগীতার অভিযোগে সেদেশেরও কয়েকজন নাগরিককে অভিযুক্ত করা হয়। ইতোমধ্যে পাপুলকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে দেশটির গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সর্বশেষ গত ২৭ জুলাই আদালত পাপুল ও তার সহযোগীদের ৯ আগস্ট পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ দিয়েছিল। পাপুলের বিরুদ্ধে আনা ভিসা ও ঘুষ দিয়ে কাজ পাওয়ার অভিযোগের বিষয়ে এখনও শুনানি হয়নি। দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়