শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২০, ০৮:০৯ সকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২০, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুয়েতে আটক সাংসদ পাপুলকে রবিবার আবারও আদালতে তোলা হবে

ডেস্ক রিপোর্ট : মানব ও অবৈধ মুদ্রা পাচারের অভিযোগে কুয়েতে আটক বাংলাদেশের সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের আটকের মেয়াদ আজ রবিবার শেষ হচ্ছে। নতুন করে তাকে আদালতে হাজির করা হবে।

তার সঙ্গে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশিক্ষণবিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল শেখ মাজন আল-জারাহ এবং অন্য দুই কুয়েতি নাগরিক হাসান আবদুল্লাহ আল খাদের ও নওয়াফ আলী আল শালাহিকেও হাজির করার কথা রয়েছে।

পাপুলের প্রতিষ্ঠান মারাফিয়া কুয়েতিয়ার ৬৭ কোটি টাকার একটি নতুন দরপত্র বাতিল করেছে কুয়েত সরকার। সবমিলে এখন পর্যন্ত মারাফিয়ার ৩টি দরপত্র বাতিল হয়েছে। পাশাপাশি মারাফিয়া কুয়েতিয়াকেও ব্ল্যাকলিস্টে রেখেছে কুয়েত। নতুনকরে ওই প্রতিষ্ঠানটি সেখানে কোনো কাজ নিতে পারবে না।

গত ৬ জুন কুয়েতের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) মানবপাচার, ভিসা জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে লক্ষিপুর-২ আসনের এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি দেশটিতে বন্দী আছেন। পাপুলকে সহযোগীতার অভিযোগে সেদেশেরও কয়েকজন নাগরিককে অভিযুক্ত করা হয়। ইতোমধ্যে পাপুলকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে দেশটির গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সর্বশেষ গত ২৭ জুলাই আদালত পাপুল ও তার সহযোগীদের ৯ আগস্ট পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ দিয়েছিল। পাপুলের বিরুদ্ধে আনা ভিসা ও ঘুষ দিয়ে কাজ পাওয়ার অভিযোগের বিষয়ে এখনও শুনানি হয়নি। দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়