শিরোনাম
◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনা, সাত সদস্যের তদন্ত কমিটি গঠন ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২০, ০২:১৩ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২০, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রডদের বোলিং তান্ডবে ১৬৯ রানে গুটিয়ে গেল পাকিস্তান

রাহুল রাজ : [২] তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে মাসুদের দেড়শো রানের ইনিংসে উপর ভর করে ৩২৬ রান সংগ্রহ করে পাকিস্তান। কিন্তু প্রথম ইনিংস ২১৯ রানে গুটিয়ে যায় স্বাগতিক ইংল্যান্ড। এতে ১০৭ রান লিড পায় সফরকারী পাকিস্তান। কিন্তু দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৯ রানে অল-আউট হয়ে যায় পাকিস্তান। এতে ইংল্যান্ডের কাছে এই ম্যাচ জিততে প্রয়োজন ২৭৭ রান।

[৩] এ রিপোর্ট লেখা পর্যন্ত ইংল্যান্ডে সংগ্রহ ১ উইকেটে ৭২ রান। ১০৭ রানের লিড পেয়ে দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ব্যাট করতে নামলে আগের ইনিংসে দেড়শো রান করা শান মাসুদকে শূন্য রানে প্যাভিলিয়নের পথ ধরান ব্রড। এরপর আর দাঁড়াতে পারেনি সরকারীরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। তাতে ১৬৯ রানে সবকয়টি উইকেট হারায় পাকিস্তান। তাদের লিড গিয়ে দাঁড়ায় ২৭৬ রানে।

[৪] দলের পক্ষে সর্বোচ্চ রান করেন ইয়াসির শাহ। শেষ দিকে চার-ছক্কা হাঁকিয়ে ৩৩ রান করেন তিনি। যেখানে চার ৬টা ও ছক্কা রয়েছে ১টি। এছাড়া শফিক ২৯, রিজওয়ান ২৭, আবিদ আলী ২০, আজহার আলী ১৮ ও সাদাব খান করেন ১৫ রান।

[৫] ইংল্যান্ডের হয়ে তিন উইকেট বেন ব্রড। সেই সাথে ২টি করে উইকেট নেন ব্রড ও স্টোকস। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন আর্চার ও বেচ।

[৬] ৩২৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ৬২ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিক ইংলিশরা। এরপর পপ ও বাটলার ৬৫ রানের জুটি গড়লেও ৬২ রান করে পপ ফিরলেও আবারও ব্যাটিং বিপর্যয়ে পরে ইংল্যান্ড। প্রথম দিকে পেসারদের বোলিং তান্ডব চালালেও শেষ দিকে ইংলিশদের ব্যাটিং ধ্বস নামান স্পিনাররা। যেখানে ২১৯ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।

[৭] দলের পক্ষে সর্বোচ্চ রান করেন পপ। ৮ চারে রান করেন ৬২। এছাড়া বাটলার ৩৮, ওকস ১৯, রুট করেন ১৪। শেষ দিকে ব্রড করেন ২৯ ও আর্চার করেন ১৬। আর তাতে ১০৭ রানের লিড পায় পাকিস্তান।

[৮] পাকিস্তানের হয়ে ৪ উইকেট নেন ইয়াসির শাহ। এছাড়া শাদাব খান ও মোহাম্মদ আব্বাস নেন ২টি করে উইকেট। সেই সাথে আফ্রিদি ও নাসিম শাহ নেন ১টি করে উইকেট।

[৯] সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান প্রথম ইনিংস: ৩২৬/১০ (১০৯.৩)
শান মাসুদ ১৫৬, বাবর আজম ৬৯
স্টুয়ার্ট ব্রড ৩/৫৪, জফরা আর্চার ৩/৫৯

ইংল্যান্ড প্রথম ইনিংস: ২১৯/১০ (৭০.৩)
অলি পোপ ৬২, জস বাটলার ৩৮
মোহাম্মদ আব্বাস ২/৩৩, ইয়াসির শাহ ৪/৬৬

পাকিস্তান দ্বিতীয় ইনিংস: ১৬৯/১০ (৪৬.৪)
ইয়াসির ৩৩, শফিক ২৭
ব্রড ৩/৩৭, স্টোকস ২/১১

  • সর্বশেষ
  • জনপ্রিয়