শাহজালাল ভূঞা, ফেনী প্রতিনিধি : [২] ফেনীর ছাগলনাইয়ায় ইয়াবা ট্যাবলেটসহ ৮ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ।
[৩] শুক্রবার বিকেলে উপজেলার কাতালিয়া গ্রামের জনৈক হারুনের মাছের প্রজেক্টে এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। গতকাল শনিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
[৪] আটককৃততরা হলেন- মো. মোস্তাফিজুর রহমান(৩৭), মো. নবী বাবু (২৩), মো. কামরুল হাসান (২৬), মো. সুমন মিয়া (২৪), মিজানুর রহমান মিজান (৩২), আনোয়ার হোসেন (৩০), আবদুল হান্নান (২৫) ও মো. সাইফুল ইসলাম (২৮)।
[৫] ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন আহমেদ জানান, আটককৃতদের কাছ থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট, জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৩ হাজার ১৮০ টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক ও জুয়া আইনে পৃথক মামলা দায়ের করে গতকাল শনিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা : হ্যাপি