শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২০, ০৮:২৫ সকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২০, ০৮:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিহত মেজর(অবসরপ্রাপ্ত) সিনহার ফিল্মটিমের দুইজন কারাগারে, একজন অভিভাবক জিম্মায়

কায়সার হামিদ : [২] পুলিশের গুলিতে নিহত মেজর(অবসরপ্রাপ্ত) সিনহা মোহাম্মদ রাশেদ খানের ডকুমেন্টারি ফিল্ম তৈরির সহযোগি সাহেদুল ইসলাম সিফাত ও শিপ্রা রানী দেব কারাগারে।

[৩] তাহসিন রিফাত নুর অভিভাবকের জিম্মায় ছাড়া পেলেও উদ্বেগের মধ্যে সময় কাটছে তার।

[৪] ডকুমেন্টারি ফিল্ম তৈরি করতে তারা গত ৩ জুলাই কক্সবাজার আসেন। মেজর সিনহা ছিলেন ফিল্মটির প্রযোজক।

[৫] ‘জাস্ট গো’ নামক একটি ইউটিউব প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ডকুমেন্টারি ফ্লিমটি তৈরির কাজ চলছিলো।

[৬] তারা তিনজনই ঢাকার স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া বিভাগের শিক্ষার্থী।

[৭] সিনহা নিহতের ঘটনার পরপরই শিপ্রা রানী দেব ও তাহসিন রিফাত নুরকে হিমছড়ি নীলিমা রিসোর্ট থেকে গ্রেপ্তার করে পুলিশ।

[৮] গ্রেপ্তারের পর তাদেরকে রামু থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাহসিন রিফাত নুরকে তার অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

[৯] রামু থানায় একটি মামলা রুজু করে শিপ্রা রানী দেবকে গত ১ আগস্ট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

[১১] একইসঙ্গে মামলার আইও রামু থানার এসআই দীপংকর আসামি শিপ্রা রানী দেবের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত গত ৫ আগস্ট রিমান্ড আবেদন শুনানির জন্য রাখেন। কিন্তু ৫ আগস্ট আদালতে রিমান্ড আবেদনটির কোন শুনানি হয়নি। শিপ্রা রানী দেবনাথ তখন থেকে কক্সবাজার জেলা কারাগারে রয়েছে।

[১২] মেজর সিনহা নিহত হওয়া নিয়ে পুলিশের পক্ষ থেকে মোট ৩ টি মামলা দায়ের করা হয়। তার মধ্যে সিনহার সাথে সঙ্গে প্রাইভেটকারে থাকা সাহেদুল ইসলাম সিফাতকে আসামী করে টেকনাফ থানায় ২টি মামলা হয়।

[১৩] তার একটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং অপরটি সরকারি কর্মচারীদের দায়িত্ব পালনে বাঁধা দেওয়ার অভিযোগে। গত ১ আগস্ট দায়েরকৃত মামলা ২টির বাদী হন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নন্দ দুলাল রক্ষিত।

[১৪] এ মামলায় সাহেদুল ইসলাম সিফাতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়