ঝিনাইদহ প্রতিনিধি: [২] গ্রেপ্তারকৃত সুজাত হোসেন মোল্লা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারইপাড়া গ্রামের আইয়ুব আলী ছেলে। আসামি সুজাতকে বৃহস্পতিবার (৬ আগষ্ট) বিকেলে শৈলকুপা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে।
[৩] পুলিশ জানায়, “ ঝধযৎরহ ঝঁলধঃ” নামের একটি ফেসবুক আইডিতে শেখ কামালের জন্মদিন উপলক্ষে তাঁকে নিয়ে কটুক্তি করে একটি পোস্ট দেয়। ফেসবুকে পোস্টটি দেখার পর শৈলকুপা উপজেলা যুবলীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা বাদী হয়ে শৈলকুপা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।
[৪] শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সম্পাদনা: জেরিন আহমেদ