শিরোনাম
◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনা, সাত সদস্যের তদন্ত কমিটি গঠন ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ০৫:০৫ সকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ০৫:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের নামে বড় অঙ্কের এফডিআর করছে বিসিবি

নিজস্ব প্রতিবেদক : [২] চলতি বছরের শুরুতে আকবর আলীর দল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর তাদের জন্য বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও করোনার প্রকোপের কারণে তা আর হয়নি।

[৩] বিশ্বকাপজয়ী দলটিকে বিদেশি কোচের মাধ্যমে অন্তত দুই বছর অনুশীলন করানোর প্রতিশ্রুতি দিয়েছিল বিসিবি। সেই স্কোয়াডের সবাইকে প্রতি মাসে লাখ টাকা কওে দেয়ার ব্যাপারেও জানিয়েছিল বিসিবি।

[৪] যদিও করোনার এমন সময়ে শুধুমাত্র প্রতি মাসের টাকাই দিতে পারছে বিসিবি। অনুশীলনের ব্যবস্থা জাতীয় দলের ক্ষেত্রে আস্তে আস্তে চালু হলেও যুবাদের ক্ষেত্রে সেটা একদমই হয়নি। এ নিয়ে আফসোস বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের।

[৫] বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, ওদের সঙ্গে আমাদের দুটি ব্যাপার ছিল। তিনটি প্রোগ্রাম ছিল, প্রথম যেটা ছিল সেটা আমরা করে দিয়েছি এরই মধ্যে। এটা নিয়ে আমরা মাথা ঘামাই না। প্রত্যেকে মাসে এক লাখ টাকা করে পাচ্ছে। তাই এদিক থেকে তাদের মন খারাপ করার কোনো কারণ নেই।

[৬] দ্বিতীয় আরেকটা ছিল যে ওদের জন্য আমরা একজন কোচের অধীনে স্পেশাল ট্রেনিংয়ের ব্যবস্থা করবো। সেটাতেও আমরা এক পায়ে খাড়া। মানে আমাদের কোনো আপত্তি নেই। কোচদের সঙ্গে আমরা কথা বলছি। ওরা এই কোচকে নিয়েই আসলে করতে চাচ্ছে। শুধু তাই নয়, ওদেরকে অন্য একটি দেশে নিয়ে গিয়ে সেখানেই ট্রেনিং করার সবকিছু চূড়ান্ত করেছি। কিন্তু সমস্যা হচ্ছে করোনার কারণে তো সবকিছু বন্ধ। কোথায় অনুশীলন করাবো আর কোথায় সুযোগ দিব?

[৭] করোনার প্রকোপ কাটিয়ে ওঠার পর আকবরদের নামে ব্যাংকে এফডিআর করার ব্যাপারেও জানিয়েছেন পাপন। এছাড়া প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আকবরদের সম্মাননা জানানোর অনুষ্ঠানটি পিছিয়ে পড়ায় আফসোস করেন পাপন।

[৮] পাপন আরো বলেন, ওদের সবার নামে একটা এফডিআর করবো, একটা বড় অঙ্কের এফডিআর করে দেয়া হবে প্রত্যেকের নামে। এটার জন্য বসে আছি। এগুলোর সবই করোনার জন্য আটকে গেছে। তবে সবই হবে, কোনও কিছু বাতিল হয়নি। তথ্যসূত্র, ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়