শিরোনাম
◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি ◈ চট্টগ্রামে আটটি ফ্লাইটের জরুরি অবতরণ, কুয়েতের ফ্লাইট বাতিল ◈ শাহজালালে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল ◈ আগুন লাগার ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, স্বৈরাচারের দোসরদের চক্রান্তের অংশ: সারজিস ◈ যেখান থেকে শাহজালাল বিমানবন্দর কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ◈ ঢাকা বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে: বেবিচক ◈ কার্গো নিরাপত্তায় আন্তর্জাতিক স্বীকৃতির কয়েকদিনের মাথায় এই অগ্নিকাণ্ড! ◈ তারেক রহমা‌নের ভাবমূর্তি নির্বাচ‌নে ব্যবহার করতে চায় বিএনপি, হাওয়া ভবনের মেমোরি' বড় চ্যালেঞ্জ ◈ বন্ধুদের অসম্মান হওয়ার ভয়ে তিন লাখের ঘড়ি পরেন না ভারতীয় স্পিনার বরুন চক্রবর্তী ◈ মিরপুরে ২০৭ রানে অলআউট বাংলাদেশ

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ০৩:১২ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ০৩:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরীরের অসুস্থতা জানিয়ে দেবে নখ

স্বাস্থ্য ডেস্ক : শরীরে কোনো রোগ বাসা বাঁধছে কি না, তা বলে দেয় মানুষের নখ। নখের কিছু বৈশিষ্ট্য জানান দেয় শরীরে কিছু রোগের লক্ষণ। অনেক সময়ই দেখা যায়, নখে কিছু দাগ বা স্পট দেখা দিয়েছে। আপনার স্বাস্থ্য কেমন, তা জানিয়ে দেয় নখের উপর কিছু পরিবর্তন। জেনে নিন শরীরের অসুস্থতা নিয়ে ৫টি গুরুত্বপূর্ণ তথ্য, যা নখ বলে দেয়।

নখ সহজেই ভেঙে যায়

নখ অনেক সময় অনেকের সহজেই ভেঙে যায়। এক্ষেত্রে চিকিত্‍সা বিজ্ঞানীরা বলছেন, থাইরয়েড পরীক্ষা করানো প্রয়োজন। ভঙ্গুর নখ অনেক সময় হাইপোথাইরয়েডিজম এর লক্ষণ। এছাড়া ভিটামিন এ, ভিটামিন সি ও বায়োটিনের অভাব থাকতে পারে শরীরে।

নখের নিচের অংশে অর্ধচন্দ্রাকৃতি দাগ

নখের নিচের অংশে অনেকের অর্ধচন্দ্রাকৃতি দাগ থাকে। এটি ফুসফুসের সমস্যার জানান দেয়। অর্থাত্‍ আপনার ফুসফুস বেশি অক্সিজেন রক্তে মেশাতে পারছে না। এই ধরনের নখের ক্ষেত্রে অনেক সময় নীলচে ভাবও দেখা যায়।

সোরিয়াসিস

সোরিয়াসিস ত্বকের সমস্যা। তবে অনেকের নখেও দেখা দেয়। সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা কম হলে নখে সোরিয়াসিস হয়। নখ খুবই ভঙ্গুর হয়ে যায় এ ক্ষেত্রে।

সাদা নখের উপরে গোলাপী স্ট্রাইপ

যদি সাদা নখের উপরের ভাগে গোলাপী স্ট্রাইপ হয়, তাহলে বিষয়টি চিন্তার৷ এই ধরনের নখ মানে লিভারের গোলমাল। লিভারের আকৃতি ঠিক আছে কি না, পরীক্ষা করানো দরকার।

নখের রং ফ্যাকাসে

নখের রং যদি ফ্যাকাসে বা হলেদেটে হয়, তা হলে তা ডায়াবেটিস হওয়ার পূর্ব লক্ষণ। সূত্র : ঢাকা টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়