শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ০১:০৬ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ০১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আক্রান্ত হয়ে গোয়ালন্দ উপজেলার সাবেক চেয়ারম্যানের মৃত্যু

কামাল হোসেন: [২] প্রাণঘাতি করোনা ভাইরাস আক্রান্ত হয়ে রাজবাড়ী জেলা পরিষদ সদস্য ও গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হাসান ইমাম চৌধুরী (৭৮) ইন্তেকাল করেছে। বৃহস্পতিবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের বাসিন্দা ছিলেন।

[৩] হাসান ইমাম চৌধরী গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেছে এবং রাজবাড়ী সদর উপজেলার বরাট ভাকলা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বাধ্যর্কজনিত কারণে নানা জটিল রোগে ভুগছিলেন। নিজ বাড়িতে থাকা অবস্থায় গত ২৩ জুলাই বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে জরুরি ভিত্তিতে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়।

[৪] সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ২৬ জুলাই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে পরিবার থেকে তার করোনার নমুনা প্রদান করা হলে তিনি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। সেখানে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

[৫] বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কাটাখালী বাজার ওয়াজেদ চৌধুরী স্মৃতি চত্বরে নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

[৬] গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ জানান, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে থাকা অবস্থায় পাঁচ দিন আগে তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। রিপোর্টে করোনা পজিটিভ শনাক্ত হয়।

[৭] গোয়ালন্দ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মরহুমের ভাতিজা আসাদুজ্জামান চৌধুরী আসাদ বলেন, স্বাস্থ্যবিধি অনুসরণ করে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে তার জানাজা শেষে দাফন করা হয়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়