শিরোনাম
◈ শ্রীলঙ্কার জয়ে বাংলাদেশের শেষ চারে জায়গা পাকা ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ১২:৩০ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মামলা-আপিল দায়েরে তামাদির মেয়াদ জটিলতার অবসান

নূর মোহাম্মদ : [২] ফৌজদারি ও দেওয়ানি মামলা এবং আপিলসহ এ সংক্রান্ত আবেদন দায়েরের তামাদির মেয়াদ আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়িয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

[৩] বৃহস্পতিবার রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম বিষয়টি উপস্থাপন করলে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। সংবিধানে প্রদত্ত ১০৪ অনুচ্ছেদের ক্ষমতাবলে এ আদেশ দেন আদালত।

[৪] আদালত আদেশে বলেন, যেসব ফৌজদারি, দেওয়ানি ও প্রশাসনিক আদালত বা ট্রাইব্যুনালে মামলা-মোকদ্দমা, আবেদন, আপিল, রিভিশনের মেয়াদ গত ২৬ মার্চ তামাদি হয়েছে সেসব দায়েরের সময় আগামী ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হলো।

[৫] এর মাধ্যমে তামাদির মেয়াদ পার হলেও আবেদন দায়েরে বাধা কাটলো। এর আগে বিষয়টি পরিষ্কার করতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে লিগ্যাল নোটিশ দিয়েছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

[৬] সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিষয়ে শিশির মনির বলেন, এটি আরও অনেক আগেই নেয়া প্রয়োজন ছিল। তার পরও এ সিদ্ধান্তে একজন আইনজীবী হিসেবে অভিনন্দন জানাই। এর মাধ্যমে অনিশ্চয়তা দূর হলো এবং হাজার হাজার বিচারপ্রার্থী উপকৃত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়