নূর মোহাম্মদ : [২] ফৌজদারি ও দেওয়ানি মামলা এবং আপিলসহ এ সংক্রান্ত আবেদন দায়েরের তামাদির মেয়াদ আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়িয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
[৩] বৃহস্পতিবার রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম বিষয়টি উপস্থাপন করলে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। সংবিধানে প্রদত্ত ১০৪ অনুচ্ছেদের ক্ষমতাবলে এ আদেশ দেন আদালত।
[৪] আদালত আদেশে বলেন, যেসব ফৌজদারি, দেওয়ানি ও প্রশাসনিক আদালত বা ট্রাইব্যুনালে মামলা-মোকদ্দমা, আবেদন, আপিল, রিভিশনের মেয়াদ গত ২৬ মার্চ তামাদি হয়েছে সেসব দায়েরের সময় আগামী ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হলো।
[৫] এর মাধ্যমে তামাদির মেয়াদ পার হলেও আবেদন দায়েরে বাধা কাটলো। এর আগে বিষয়টি পরিষ্কার করতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে লিগ্যাল নোটিশ দিয়েছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
[৬] সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিষয়ে শিশির মনির বলেন, এটি আরও অনেক আগেই নেয়া প্রয়োজন ছিল। তার পরও এ সিদ্ধান্তে একজন আইনজীবী হিসেবে অভিনন্দন জানাই। এর মাধ্যমে অনিশ্চয়তা দূর হলো এবং হাজার হাজার বিচারপ্রার্থী উপকৃত হবে।