তপু সরকার: [২] শেরপুরের নকলায় জুয়া খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ইজ্জত আলী নামে এক ফল বিক্রেতা নিহত হয়েছেন। ৫ জুলাই বুধবার উপজেলার নারায়নখোলা বেপাড়ীপাড়া এলাকা এ ঘটনা ঘটে। নিহত ইজ্জত আলী ওই এলাকার আ. সালামের ছেলে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একই এলাকার সোহাগ মিয়া, হাসেম আলী, মাজু ও ইসলামকে আটক করেছে পুলিশ।
[৩] নিহতের পরিবার জানায়, ইজ্জত আলীকে সোহাগ মিয়া ফোন দিয়ে বাহিরে ডেকে নিয়ে যায়। এসময় ইজ্জত আলী ৫০ হাজার টাকা নিযে ফলের চালার আনার জন্য ময়মনসিংহের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়।
[৪] পরে মাজু ও হাসেম আহত অবস্থায় ইজ্জত আলীকে বাড়ির সামনে রেখে পালিয়ে যায়। কিছুক্ষণ পরেই মৃত্যু হয় তার। তবে রাতের বেলায় জুয়া খেলায় তাদের মধ্যে টাকা নিয়ে ঝগড়ার জেরে মারপিট হয়। সেই মারপিটের কারণেই তার মৃত্যু হয় দাবী পরিবারের। সম্পাদনা: সাদেক আলী